Tuesday, May 20, 2025

স্বল্প সঞ্চয়ে ফের দেশের সেরা পশ্চিমবঙ্গ, পর পর টানা পাঁচবার।

গত ২০১৯-’২০ আর্থিক বছরে দেশের সরকারি প্রকল্পে সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে ফের সেরার শিরোপা বাংলা-র মাথায়। দ্বিতীয়স্থানে উত্তরপ্রদেশ এবং তিন নম্বরে মহারাষ্ট্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত আর্থিক বছরে সারা দেশে স্বল্প সঞ্চয় বাবদ আদায় হয়েছে প্রায় ৮ লক্ষ ৩১ হাজার ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই এসেছে প্রায় ১লক্ষ ১৭ হাজার ৪৫৬ কোটি টাকা। এই টাকার মধ্যে ১ লক্ষ ৩ হাজার ২৩৩ কোটি টাকা ডাকঘরে বিনিয়োগ হয়েছে। বাকি ১৪ হাজার ২২৩ কোটি টাকা জমা পড়েছে ব্যাঙ্কে। দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে মোট আদায় হয়েছে ৯২ হাজার ৯৮০ কোটি টাকা। আমানতের টাকা ফিরিয়ে দিয়েও কেন্দ্রের ঘরে জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৬৮ হাজার ২২৫ কোটি টাকা। এই অঙ্কেও দেশে একনম্বরে পশ্চিমবঙ্গ।
এরাজ্যে নিট জমার পরিমাণ ৩৩ হাজার ৪২২ কোটি টাকা। উত্তরপ্রদেশে এর পরিমাণ ২৫ হাজার ৫৩৭ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ শীর্ষে থাকার কারণ ব্যাখ্যা করে বলা হচ্ছে, বাংলার মানুষ নিজের রোজগারের টাকা জমানোর ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলতে পছন্দ করছেন।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version