Tuesday, August 26, 2025

স্বল্প সঞ্চয়ে ফের দেশের সেরা পশ্চিমবঙ্গ, পর পর টানা পাঁচবার।

গত ২০১৯-’২০ আর্থিক বছরে দেশের সরকারি প্রকল্পে সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে ফের সেরার শিরোপা বাংলা-র মাথায়। দ্বিতীয়স্থানে উত্তরপ্রদেশ এবং তিন নম্বরে মহারাষ্ট্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত আর্থিক বছরে সারা দেশে স্বল্প সঞ্চয় বাবদ আদায় হয়েছে প্রায় ৮ লক্ষ ৩১ হাজার ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই এসেছে প্রায় ১লক্ষ ১৭ হাজার ৪৫৬ কোটি টাকা। এই টাকার মধ্যে ১ লক্ষ ৩ হাজার ২৩৩ কোটি টাকা ডাকঘরে বিনিয়োগ হয়েছে। বাকি ১৪ হাজার ২২৩ কোটি টাকা জমা পড়েছে ব্যাঙ্কে। দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে মোট আদায় হয়েছে ৯২ হাজার ৯৮০ কোটি টাকা। আমানতের টাকা ফিরিয়ে দিয়েও কেন্দ্রের ঘরে জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৬৮ হাজার ২২৫ কোটি টাকা। এই অঙ্কেও দেশে একনম্বরে পশ্চিমবঙ্গ।
এরাজ্যে নিট জমার পরিমাণ ৩৩ হাজার ৪২২ কোটি টাকা। উত্তরপ্রদেশে এর পরিমাণ ২৫ হাজার ৫৩৭ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ শীর্ষে থাকার কারণ ব্যাখ্যা করে বলা হচ্ছে, বাংলার মানুষ নিজের রোজগারের টাকা জমানোর ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে চলতে পছন্দ করছেন।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version