সিরিয়াল ছবির শুটিংয়ে অনুমতি থাকলেও এতদিন রিয়েলিটি শোয়ের শুটিংয়ে অনুমতি দেয়নি রাজ্য সরকার। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের আবেদনে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলিটি-শো শুটিংয়ের অনুমতি দিয়েছেন। তবে সেক্ষেত্রে তিনি স্পষ্ট জানিয়েছেন, শো-এ দর্শক রাখা যাবে না এবং শিল্পী ও কলাকুশলী মিলিয়ে ৩৫ জনের বেশি শুটিং ফ্লোরে থাকতে পারবেন না।

যদিও চ্যানেলগুলির তরফ থেকে জানানো হয়েছে, যে মাত্র ৩৫ জন নিয়ে তাদের পক্ষে শুটিং করা সম্ভব নয়। কারণ, তাদের তিনগুণ লোক প্রয়োজন হয়। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারিগরি প্রযুক্তিকে ব্যবহার করে তাদের কাজ করতে হবে। কিন্তু ৩৫ এর বেশি জমায়েতে অনুমতি দেওয়া যাবে না।