Friday, August 22, 2025

ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি যে সিদ্ধান্ত নেবে তাকেই মান্যতা দেওয়া হবে। মঙ্গলবার একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানকে। একইসঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডভাইজরি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা আবহে কীভাবে মূল্যায়ন করা হবে। সেই অ্যাডভাইজরি অনুযায়ী বেশকিছু বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংক্রান্ত কাজ শুরু করেছে। এদিন শিক্ষামন্ত্রী জানান, “আমরা বিশ্ববিদ্যালয়কে অ্যাডভাইজারি পাঠিয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলেই নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না।”

তবে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জীবন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় কাজ করেছে। যারা মাঝপথে আছে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version