Thursday, August 28, 2025

ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি যে সিদ্ধান্ত নেবে তাকেই মান্যতা দেওয়া হবে। মঙ্গলবার একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানকে। একইসঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডভাইজরি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা আবহে কীভাবে মূল্যায়ন করা হবে। সেই অ্যাডভাইজরি অনুযায়ী বেশকিছু বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংক্রান্ত কাজ শুরু করেছে। এদিন শিক্ষামন্ত্রী জানান, “আমরা বিশ্ববিদ্যালয়কে অ্যাডভাইজারি পাঠিয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলেই নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না।”

তবে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জীবন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় কাজ করেছে। যারা মাঝপথে আছে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version