তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুরারোপিত গান ‘এসো রক্ষা কর ভাষার সম্মান’ গেয়ে শোনালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।
বাংলা ভাষা (Bengali Language) ও বাঙালিদের বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থার প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বাংলা বিরোধী চক্রান্তের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনাও করেছেন তিনি। এবার গানের কথায় সুরে মুখ্যমন্ত্রীর বার্তা সকলের সামনে তুলে ধরলেন গায়ক ইন্দ্রনীল। গানের কয়েকটি লাইন হল, ‘যতই চেষ্টা করো হবে না সফল, সইবো না অত্যাচারের শৃংখল/ ভেবো না আমরা সব চুপ থাকবো, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব।’ গানের শেষে উল্লেখিত ‘জয় বাংলা’ স্লোগানও। এরপর দলনেত্রী নিজেও বক্তব্যের শুরুতে এই গান বিভিন্ন কর্মসূচিতে বাজানোর জন্য অনুরোধ করেন।
–
–
–
–
–
–
–
–
–