Wednesday, August 27, 2025

টাকা দিতে অপারগ রোগীর পরিবার, ট্র্যাকশন খুলে ক্ষোভ উগরে দিলেন আয়া

Date:

রোগীর পরিবারের কাছে টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু সেই দাবি মেটেনি। তাই অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হলো রোগীর পায়ের ট্র্যাকশন। তাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন রোগী। যদিও কর্ণপাত করেননি অভিযুক্ত আয়া। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ওই আয়াকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

গাছ থেকে পড়ে গিয়ে বাঁ পা ভেঙে গিয়েছিল বর্ধমান ১ নম্বর ব্লকের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ারের। এরপর তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তৎক্ষণাৎ তাঁর অপারেশন করা হয়। এরপর সিবিএস মেল ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অপারেশন হওয়া পা ট্র‍্যাকশন দিয়ে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই ওয়ার্ডের আয়া মানা মহন্ত তা লাগিয়ে দেন। এই কাজের জন্য রোগী পরিবারের থেকে ২০০ টাকা দাবি করেন তিনি।

তবে হতদরিদ্র ওই পরিবার সেই দাবি মেটাতে পারেনি। শুরু হয় বচসা। শেষমেষ ১০০ টাকা দিতে রাজি হন পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও রাজি হননি ওই আয়া। ক্ষোভ উগরে দিতে রোগীর অপারেশন হওয়া পা থেকে টেনে হিঁচড়ে ট্র্যাকশন খুলে দেব তিনি। ঘটনায় রোগীর ভাই শেখ রাজু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত জানান, “রোগীর সঙ্গে এই আচরণ সত্যি দুর্ভাগ্যজনক। আমরা অভিযুক্ত আয়াকে সাসপেন্ড করেছি।’’ এদিকে মঙ্গলবার অভিযুক্ত আয়া মানা সামন্ত হাসপাতালে যান ক্ষমা চাইতে। যদিও কোনও আধিকারিকের সঙ্গে তাঁর দেখা হয়নি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version