Sunday, August 24, 2025

দু’গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মেটিয়াবুরুজ থানা এলাকায়। ঘটনা সোমবার রাতের। এই ঘটনার জেরে বদলি করা হলো মেটিয়াবুরুজ থানার ওসিকে। তবে লালবাজারে এক কর্তা জানিয়েছেন, এর সঙ্গে সংঘর্ষের ঘটনার কোনও যোগ নেই। নিছকই রুটিন বদলি।

মেটিয়াবুরুজ থানার ওসি রবীন বন্দোপাধ্যায়কে বদলি করা হয়েছে ওসি পাস (সদর) বিভাগে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মুকেশ সিং। তিনি পার্ক স্ট্রিট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা পুরসভার ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল এলাকার এক সমাজকর্মীর উপর। শুরু হয় দু’পক্ষের বচসা। এরপরই সংঘর্ষে রূপ নেয় তা। রণক্ষেত্রের চেহারা নেয় মেটিয়াবুরুজ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

তবে শুধুমাত্র মেটিয়াবুরুজ থানা নয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের ওসি এবং সাব-ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। ওসি পাস (সদর) সৌরভ ভট্টাচার্য বদলি হয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। কসবা থানার দায়িত্বে সিঁথি থানার ওসি সৈকত নিয়োগী। কসবার ওসি মানবচন্দ্র দাস বদলি হয়েছেন লালবাজারে গোয়েন্দা বিভাগে। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি অনিমেষ হালদার হলেন সিঁথি থানার নতুন ওসি। ইন্সপেক্টর কৃষ্ণচন্দ্র সাহা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে বদলি হলেন রিজার্ভ ফোর্সে। আমহার্স্ট স্ট্রিট থানার অতিরিক্ত ওসি তীর্থঙ্কর দে হলেন সার্ভে পার্ক থানার নতুন ওসি। সার্ভে পার্ক থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় বদলি করা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সার্ভে পার্ক থানার নতুন অতিরিক্ত ওসি হলেন থানার অতিরিক্ত ওসি প্রবীরচন্দ্র মণ্ডল। আমহার্স্ট স্ট্রিট থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন সার্ভে পার্কের অতিরিক্ত ওসি সাজিদ মল্লিক।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version