Tuesday, May 13, 2025

দু’গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মেটিয়াবুরুজ থানা এলাকায়। ঘটনা সোমবার রাতের। এই ঘটনার জেরে বদলি করা হলো মেটিয়াবুরুজ থানার ওসিকে। তবে লালবাজারে এক কর্তা জানিয়েছেন, এর সঙ্গে সংঘর্ষের ঘটনার কোনও যোগ নেই। নিছকই রুটিন বদলি।

মেটিয়াবুরুজ থানার ওসি রবীন বন্দোপাধ্যায়কে বদলি করা হয়েছে ওসি পাস (সদর) বিভাগে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মুকেশ সিং। তিনি পার্ক স্ট্রিট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা পুরসভার à§§à§©à§­ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল এলাকার এক সমাজকর্মীর উপর। শুরু হয় দু’পক্ষের বচসা। এরপরই সংঘর্ষে রূপ নেয় তা। রণক্ষেত্রের চেহারা নেয় মেটিয়াবুরুজ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

তবে শুধুমাত্র মেটিয়াবুরুজ থানা নয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের ওসি এবং সাব-ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। ওসি পাস (সদর) সৌরভ ভট্টাচার্য বদলি হয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। কসবা থানার দায়িত্বে সিঁথি থানার ওসি সৈকত নিয়োগী। কসবার ওসি মানবচন্দ্র দাস বদলি হয়েছেন লালবাজারে গোয়েন্দা বিভাগে। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি অনিমেষ হালদার হলেন সিঁথি থানার নতুন ওসি। ইন্সপেক্টর কৃষ্ণচন্দ্র সাহা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে বদলি হলেন রিজার্ভ ফোর্সে। আমহার্স্ট স্ট্রিট থানার অতিরিক্ত ওসি তীর্থঙ্কর দে হলেন সার্ভে পার্ক থানার নতুন ওসি। সার্ভে পার্ক থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় বদলি করা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সার্ভে পার্ক থানার নতুন অতিরিক্ত ওসি হলেন থানার অতিরিক্ত ওসি প্রবীরচন্দ্র মণ্ডল। আমহার্স্ট স্ট্রিট থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন সার্ভে পার্কের অতিরিক্ত ওসি সাজিদ মল্লিক।

Related articles

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...
Exit mobile version