Saturday, November 8, 2025

মেটিয়াবুরুজে দুই গোষ্ঠীর সংঘর্ষে জের, সরানো হলো ওসিকে

Date:

দু’গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মেটিয়াবুরুজ থানা এলাকায়। ঘটনা সোমবার রাতের। এই ঘটনার জেরে বদলি করা হলো মেটিয়াবুরুজ থানার ওসিকে। তবে লালবাজারে এক কর্তা জানিয়েছেন, এর সঙ্গে সংঘর্ষের ঘটনার কোনও যোগ নেই। নিছকই রুটিন বদলি।

মেটিয়াবুরুজ থানার ওসি রবীন বন্দোপাধ্যায়কে বদলি করা হয়েছে ওসি পাস (সদর) বিভাগে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মুকেশ সিং। তিনি পার্ক স্ট্রিট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা পুরসভার ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল এলাকার এক সমাজকর্মীর উপর। শুরু হয় দু’পক্ষের বচসা। এরপরই সংঘর্ষে রূপ নেয় তা। রণক্ষেত্রের চেহারা নেয় মেটিয়াবুরুজ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।

তবে শুধুমাত্র মেটিয়াবুরুজ থানা নয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের ওসি এবং সাব-ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। ওসি পাস (সদর) সৌরভ ভট্টাচার্য বদলি হয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। কসবা থানার দায়িত্বে সিঁথি থানার ওসি সৈকত নিয়োগী। কসবার ওসি মানবচন্দ্র দাস বদলি হয়েছেন লালবাজারে গোয়েন্দা বিভাগে। টালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি অনিমেষ হালদার হলেন সিঁথি থানার নতুন ওসি। ইন্সপেক্টর কৃষ্ণচন্দ্র সাহা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে বদলি হলেন রিজার্ভ ফোর্সে। আমহার্স্ট স্ট্রিট থানার অতিরিক্ত ওসি তীর্থঙ্কর দে হলেন সার্ভে পার্ক থানার নতুন ওসি। সার্ভে পার্ক থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় বদলি করা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সার্ভে পার্ক থানার নতুন অতিরিক্ত ওসি হলেন থানার অতিরিক্ত ওসি প্রবীরচন্দ্র মণ্ডল। আমহার্স্ট স্ট্রিট থানার নতুন অতিরিক্ত ওসি হয়েছেন সার্ভে পার্কের অতিরিক্ত ওসি সাজিদ মল্লিক।

Related articles

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...
Exit mobile version