কেন্দ্রীয় সরকারের “বেচে দেওয়া” কার্যক্রমে এবার সামিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-ও৷ নিজস্ব সম্পত্তি বিক্রি করার কাজ শুরুও করে দিয়েছে BSNL সংস্থা৷ ঠিক হয়েছে, মোট ৩৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করবে BSNL এবং MTNL সংস্থা৷ কোন কোন সম্পত্তি কীভাবে বিক্রি হবে, তা ঠিক করতে ৩টি বেসরকারি শিল্প উপদেষ্টা সংস্থাকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে৷ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট দপ্তর এই কাজটি করবে৷ যে তিনটি উপদেষ্টা সংস্থা নিয়োগ করা হয়েছে, তাদের চলতি মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। যেহেতু সংস্থার আর্থিক অবস্থা ভালো নয়, তাই এই বিক্রি করার কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়, সেই চেষ্টাই করছে কেন্দ্র৷
কেন্দ্রের অনুমোদন পেয়ে এবার সম্পত্তি বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ত BSNL
Date:
Share post: