Friday, November 7, 2025

অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবে। কানপুরের উজ্জয়নী মন্দির থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের পুলিশ।

৮ পুলিশ কর্মী খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের কানপুরের ডন বিকাশ দুবে পুলিশের জালে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দিরে ঢোকার মুখেই সাদা পোশাকে থাকা পুলিশ তাকে পাকড়াও করে। মন্দিরে ঢোকার মুখে এভাবে যে ধরা পড়ে যাবে, তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। ফলে পালানোর চেষ্টাও করার সুযোগ পায়নি। তাকে সকালে প্রকাশ্য রাস্তায় পুলিশ টানতে টানতে গাড়িতে তোলে। ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে আনার আইনি প্রস্তুতি চলছিল। তার সঙ্গে আরও দুজনকেও মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে।।

বিকাশ দুবে, বিকাশ পন্ডিত নামেও পরিচিত। একটি এফআইআর-এর পরিপ্রেক্ষিতে বিকাশকে গত সপ্তাহে গ্রেফতার করতে গেলে বিকাশ আর তার দলবল হামলা চালিয়ে খুন করে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার সহ ৮ পুলিশ কর্মীকে। গোটা দেশে সে নিয়ে সমালোচনার পড়ে আদিত্যনাথ যোগীর সরকার। শুরু হয় তল্লাশি। কিন্তু কখনও হোটেল থেকে, কখনও অন্য কোনও জেলা থেকে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় বিকাশ। পুলিশের গুলিতে তার এক সহচর খুন হয়। গ্রেফতার হয়ে দুজন সহযোগী। কিন্তু পুলিশ তাকে সপ্তাহের বেশি কেটে গেলেও ধরতে ব্যর্থ হয়। তার মাথার দাম আড়াই লক্ষ টাকা ঘোষণা করা হয় যদিও তার পিছনে সাদা পোশাকের পুলিশ লেগেই ছিল। মধ্যপ্রদেশে বিকাশ রয়েছে এমন খবর পাওয়ার পরেই পুলিশকে অ্যালার্ট করা হয়। টিপা পাশে আশপাশে রয়েছে সম্ভবত সে নেপাল ভুটান যাওয়ার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছিল। আজি উজ্জয়নী ছাড়ার কথা ছিল। তার আগে পুলিশের জালে ধরা পড়ে গেল।

অ্যারেস্ট হওয়ার পর উজ্জয়িনী থানায় বিকাশ

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version