Friday, November 7, 2025

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

Date:

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে পথকুকুরদের সরাতেই হবে। এই সমস্ত জায়গায় কুকুরদের ডগ শেল্টারে (dog shelter) পাঠানো হবে। এই জায়গাগুলিকে একেবারে পথকুকুরমুক্ত (stray dog free) করতে হবে। আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনও সরকারি ভবনে যাতে পথকুকুর (stray dog) ঢুকতে না পারে, তার জন্য বেড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন জেলাশাসকরা। সুপ্রিম কোর্টের তরফে এ-ও জানানো হয়েছে, ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কিনা, তার ওপর নজরদারি চালাতে হবে।

সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে পথকুকুরদের কামড় নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই তিন বিচারপতির বেঞ্চের তরফে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের (stray dog) সরিয়ে নিয়ে যেতে এবং তাদের ডগ শেল্টারে (dog shelter) রাখার ব্যবস্থা করতে কড়া নির্দেশ দেওয়া হয়। যে জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যেন কোনওভাবেই আবার ছেড়ে না আসা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা মানা হল, তা নিয়ে অ্য়ামিকাস ক্যুরির মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

আদালতের পর্যবেক্ষণ, “পথকুকুরের আক্রমণের ভিডিও ও সংবাদ আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।” পথকুকুর ছাড়াও এদিন সুপ্রিম কোর্ট রাজস্থানের হাইকোর্টের নির্দেশ অনুসরণ করে সড়ক ও হাইওয়ে থেকে গবাদি পশু সরানোরও নির্দেশ দিয়েছে। এনএইচএআই, সড়ক পরিবহন দফতর এবং পুরসভাগুলিকে যৌথভাবে অভিযান চালিয়ে হাইওয়ে থেকে পশু সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version