Tuesday, November 11, 2025

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

Date:

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে ধরা হবে? কেন্দ্রের ঘোষণা মতো অনলাইন গেমিং অ্যাপ- সংস্থার উপর নিষেধাজ্ঞায় রুজিরুটি হারাতে বসেছেন অসংখ্য মানুষ। বিজেপি সরকারের (BJP Government) আনা এই অ্যাপ সংক্রান্ত আইনের (the promotion and regulation of online gaming bill 2025 ) বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতসহ একাধিক কোর্টে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি চলাকালীন গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের জবাবদিহি তলব করেছে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ (SC Division Bench of Justice JB Pardiwala and Justice KV Viswanathan)।

অনলাইনে অ্যাপের মাধ্যমে কোনও গেমে অংশ নেওয়া মানেই সেটা আইনবিরুদ্ধ বা নিষিদ্ধ এমনটা দাগিয়ে দেওয়া যায় না। কেন্দ্র যে নিষেধাজ্ঞা জারি করেছে তার বিরুদ্ধে মামলাকারীদের দাবি, কেন্দ্রের এই আইন সংবিধানের ১৯(১)(জি) ধারা লঙ্ঘন করছে। এই নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভারত অদ্ভুত এক দেশ। এখানে একজন খেলোয়াড়ের রোজগারের একমাত্র উৎস খেলাটাই। তাই এ নিয়ে শুনানির প্রয়োজন। কেউ যদি টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় গেম খেলে রোজগার করে, তাহলে সেটাকে বেটিং বা জুয়া বলা যায় না। সেক্ষেত্রে এই টুর্নামেন্টগুলিকে এই আইনের আওতার বাইরে রাখা উচিত। চলতি বছর সংসদের বাদল অধিবেশনে মোদি- শাহদের সরকার ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাশ করিয়ে নিয়েছে। যার জেরে একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করে দিয়েছে। এইসবে জেরে অন্তত দু’লক্ষ মানুষের কর্মহীন হওয়ার আশঙ্কা এবং দু’লক্ষ কোটির ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্ট ও একাধিক হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।আগামী ২৬ নভেম্বর দেশের শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল মামলাকারীদের জবাব দেবেন। সুপ্রিম কোর্টেও হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version