সরকার ও প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচার’-এর কারন দেখিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করেছে নেপাল৷ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রধান উপদেষ্টা বিষ্ণু রামাল বলেছেন, “সরকার এবং নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় প্রচার মাধ্যম যে ধরনের সংবাদ এবং মন্তব্য প্রচার করছে,তা অত্যন্ত আপত্তিকর”। যদিও, এই নিষেধাজ্ঞার ব্যাপারে কোনও সরকারি আদেশ এখনও জারি করা হয়নি।

বৃহস্পতিবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দূরদর্শন ছাড়া নেপালের কেবল টেলিভিশন প্রযোজকরা সব ভারতীয় সংবাদ চ্যানেলের সিগন্যাল বন্ধ করে দিয়েছে। নেপালের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মুখপাত্র নারায়ণ কাজি শ্রেস্তা বলেছেন, “নেপাল সরকার এবং নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় প্রচার মাধ্যমের ভিত্তিহীন প্রচার বন্ধ করা উচিত৷ এ ধরনের প্রচার সব সীমা অতিক্রম করেছে। বাড়াবাড়ি হচ্ছে।”
