Wednesday, November 12, 2025

সিবিএসই- র সিলেবাস নিয়ে সাফাই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর

Date:

কেন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেল তার জবাব এড়িয়ে গেলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল। উল্টে সরকারি সাফাই দিলেন পোখরিয়াল। নিজের বক্তব্যে টেনে আনলেন শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের পরামর্শের অজুহাত। যে গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে তা নিছকই পড়ুয়াদের ওপর চাপ কমাতে বলে যুক্তি সাজিয়েছেন তিনি। এমনকী অন্যান্য বিষয়ের কথাও টেনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার এ বিষয়ে টুইট করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল।

তিনি লিখেছেন, “আমাদের মূল লক্ষ্য পড়ুয়াদের ওপর চাপ কমিয়ে ৩০ শতাংশ সিলেবাস কম করা। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশ অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাবিদদের পরামর্শ নেওয়া হয়েছে। সিবিএসই থেকে কিছু বিষয় বাদ দেওয়া নিয়ে অনেক মন্তব্য সামনে আসছে। সমস্যা হলো একটি বিষয়কে এখানে ভুলভাবে বর্ণনা করা হচ্ছে। জাতীয়তাবাদ, স্থানীয় প্রশাসন, নিরপেক্ষতার মতো ৩-৪টি বিষয় বাদ দেওয়া নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে। অন্যান্য অনেক বিষয়ে বিভিন্ন অংশ কমানো হয়েছে।”

পড়ুয়াদের উপর চাপ কমানোর নামে দেশভাগ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকত্ব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েছে
সিবিএসই। আর এতেই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান দেশের রাজনৈতিক আবহে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাদ দেওয়া মোটেই ভাল চোখে দেখছেন না বিরোধীরা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবেচনার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ এই অংশগুলি বাদ দিলে ভবিষ্যতে সমস্যায় পড়বে পড়ুয়ারা। কিন্তু সেসবে কর্ণপাত না করে সরকারের হয়ে সাফাই গাইলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version