‘আজকাল’-এর সব শেয়ার ছেড়ে দিলেন সত্যম, হাতে শুধু দুই বিভাগ

‘আজকাল’ পত্রিকার সব শেয়ার ছেড়ে দিলেন সত্যম রায়চৌধুরী। আজকালের 78%, এবং হোল্ডিং কোম্পানি চেতনার 100% শেয়ারই ছেড়েছেন তিনি। নতুন মালিক হিসেবে এলেন দুই বিজ্ঞাপন এজেন্সির দুই কর্ণধার অশোক রায় ও কল্যাণ সরকার । বুধবার সত্যমবাবুর সঙ্গে তাঁদের সইসাবুদ হয়ে গিয়েছে। নতুন মালিকরা কাগজ দেখবেন। আর যেহেতু এতদিন বিপুল টাকা লগ্নি করেছেন সত্যম, তাই শেয়ার ছাড়লেও আজকাল অনলাইন এডিশন এবং পুজোবার্ষিকীসহ বই প্রকাশনীর অংশ সত্যমের হাতেই থাকবে। ফলে আজকালে আবার একটি নতুন ইনিংস শুরু হল।

সূত্রের খবর, আজকাল পরিচালনা নিয়ে তুমুল ক্ষুব্ধ ছিলেন সত্যম। সত্যমের কমিটির সঙ্গে বনছিল না বাকিদের। সত্যম বিপুল ক্ষতির বোঝা নিয়েও শান্তি পাচ্ছিলেন না। একরাশ বিরক্তি নিয়ে ছেড়ে দিতে চান তিনি। এর মধ্যে অতি সম্প্রতি একটি তথ্য সামনে আসায় তদন্তের পথে যাচ্ছিলেন তাঁরা। তার আগেই কেনার অফার আসে। বিরক্ত সত্যম আর দেরি না করে প্রচুর ক্ষতিতেও রাজি হয়ে যান। সূত্রের খবর, সত্যমকে নতুন মালিকরা সাম্মানিক চেয়ারম্যান করতে চাইলেও তিনি রাজি নন। নতুন বোর্ডে এখন অশোক দাশগুপ্তর পাশাপাশি প্রদীপ দাশগুপ্তও থাকবেন। বিজ্ঞাপন আধিকারিক থেকে মালিকানায় উঠে আসার কৃতিত্ব তাঁর প্রাপ্য, কারণ গোটাটাতেই তিনি মধ্যমণি। ফলে সত্যম যেভাবে আজকালকে ঢেলে সাজাতে গিয়েছিলেন, তা অথৈ জলে। আপাতত অশোক দাশগুপ্ত আর প্রদীপ দাশগুপ্তর জুটির হাতেই চলবে আজকাল। সত্যম আলাদাভাবে অনলাইন আর বই বিভাগ দেখবেন। আজকাল পরিচালনায় সত্যমের গঠিত কমিটিরও আর অস্তিত্ব থাকবে না। টেকনোর তরফে আজকালে যাওয়া কর্মীরাও ফিরে যাবেন। গোটা বিষয়টি নিয়ে জল্পনার মেঘ ঘুরছে। বারবার আজকালে কেন সঙ্কট আসে আর সত্যমের মত মালিককেও কেন চলে যেতে হয়, কর্মীদের মহলে আলোচনা তুঙ্গে।

 

Previous articleঅতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল বিকাশের!
Next articleBREAKING: শুক্রবার আইসিএসই ও আইএসসি-র ফলপ্রকাশ