Tuesday, November 18, 2025

‘আজকাল’ পত্রিকার সব শেয়ার ছেড়ে দিলেন সত্যম রায়চৌধুরী। আজকালের 78%, এবং হোল্ডিং কোম্পানি চেতনার 100% শেয়ারই ছেড়েছেন তিনি। নতুন মালিক হিসেবে এলেন দুই বিজ্ঞাপন এজেন্সির দুই কর্ণধার অশোক রায় ও কল্যাণ সরকার । বুধবার সত্যমবাবুর সঙ্গে তাঁদের সইসাবুদ হয়ে গিয়েছে। নতুন মালিকরা কাগজ দেখবেন। আর যেহেতু এতদিন বিপুল টাকা লগ্নি করেছেন সত্যম, তাই শেয়ার ছাড়লেও আজকাল অনলাইন এডিশন এবং পুজোবার্ষিকীসহ বই প্রকাশনীর অংশ সত্যমের হাতেই থাকবে। ফলে আজকালে আবার একটি নতুন ইনিংস শুরু হল।

সূত্রের খবর, আজকাল পরিচালনা নিয়ে তুমুল ক্ষুব্ধ ছিলেন সত্যম। সত্যমের কমিটির সঙ্গে বনছিল না বাকিদের। সত্যম বিপুল ক্ষতির বোঝা নিয়েও শান্তি পাচ্ছিলেন না। একরাশ বিরক্তি নিয়ে ছেড়ে দিতে চান তিনি। এর মধ্যে অতি সম্প্রতি একটি তথ্য সামনে আসায় তদন্তের পথে যাচ্ছিলেন তাঁরা। তার আগেই কেনার অফার আসে। বিরক্ত সত্যম আর দেরি না করে প্রচুর ক্ষতিতেও রাজি হয়ে যান। সূত্রের খবর, সত্যমকে নতুন মালিকরা সাম্মানিক চেয়ারম্যান করতে চাইলেও তিনি রাজি নন। নতুন বোর্ডে এখন অশোক দাশগুপ্তর পাশাপাশি প্রদীপ দাশগুপ্তও থাকবেন। বিজ্ঞাপন আধিকারিক থেকে মালিকানায় উঠে আসার কৃতিত্ব তাঁর প্রাপ্য, কারণ গোটাটাতেই তিনি মধ্যমণি। ফলে সত্যম যেভাবে আজকালকে ঢেলে সাজাতে গিয়েছিলেন, তা অথৈ জলে। আপাতত অশোক দাশগুপ্ত আর প্রদীপ দাশগুপ্তর জুটির হাতেই চলবে আজকাল। সত্যম আলাদাভাবে অনলাইন আর বই বিভাগ দেখবেন। আজকাল পরিচালনায় সত্যমের গঠিত কমিটিরও আর অস্তিত্ব থাকবে না। টেকনোর তরফে আজকালে যাওয়া কর্মীরাও ফিরে যাবেন। গোটা বিষয়টি নিয়ে জল্পনার মেঘ ঘুরছে। বারবার আজকালে কেন সঙ্কট আসে আর সত্যমের মত মালিককেও কেন চলে যেতে হয়, কর্মীদের মহলে আলোচনা তুঙ্গে।

 

Related articles

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...

বাংলাদেশি – রোহিঙ্গা তকমা! ফের অসভ্যতা সেই গিরিরাজের

ফের বাংলাদেশি, রোহিঙ্গা তকমা বাংলার মানুষকে। মিথ্যা এবং কুৎসা চলছে বিজেপির পক্ষ থেকে এবং পরিকল্পনা করে। চ্যালেঞ্জ ছুঁড়ে...

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে...

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...
Exit mobile version