Saturday, May 17, 2025

বিকাশ দুবের এনকাউন্টার: প্রশ্ন তোলার আগে ভাবুন, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবে ধরা পড়েছিল। তারপর যাত্রাপথে পালানোর চেষ্টা করায় এনকাউন্টারে নিহত।

নিঃসন্দেহে বড় খবর।
নিঃসন্দেহে ইঙ্গিতবাহীও বটে।

বিবৃতির বন্যা শুরু: সব ফাঁসের ভয়ে মেরে দেওয়া হল। বড় বড় নাম বেরিয়ে যেত। তাই সাজানো এনকাউন্টার।

এনকাউন্টার যে সাজানো, তাতে আমার কোনো সন্দেহ নেই।
বিকাশকে মারা হয়েছে।

কিন্তু, নাম ফাঁসের ভয়ে?
মানছি না।

যদি অনেক বড় কোনো নাম পেছনে থাকত, তাহলে বিকাশকে এভাবে খুঁজতে পুলিশ যেতোই না। বিকাশের বিরুদ্ধে অপারেশন হত না। সবটাই গট আপ হত। নীরবে গ্রেপ্তার ও জামিন। সেটা হয়নি। ফলে বিরাট কোনো ক্ষমতাবান বিকাশের পেছনে আছে, এটা ভাবতে পারছি না।

ধরা যাক, বিরাট কেউ পেছনে ছিল। ছিল তো বটেই, না হলে বিকাশরা বিকাশ হয় না। কিন্তু বিকাশকে জেরা করে সেই নাম নথিভুক্ত করত কে? উত্তরপ্রদেশ পুলিশ না সিবিআই? দুই দিকেই সরকারে একই দল। ফলে যে ইঙ্গিত নিয়ে সোশ্যাল মিডিয়ার বিপ্লব চলছে, সেই ইঙ্গিত অকেজো। জেরায় কিসসু হত না।

একবার ভেবে দেখেছেন, এত গ্যাংস্টার, মাফিয়া ধরা পড়েছে; তাদের জেরার পর তদন্ত কোনো বড় রাজনৈতিক বা প্রশাসনিক নামের কাছে পৌঁছেছে? একটাও উদাহরণ আছে? নেই। ফলে বিকাশকে জেরা করে কী হত, এই নিয়ে আকাশকুসুম গল্পে আমি নেই।

অথচ আমি বিশ্বাস করছি যে ভুয়ো এনকাউন্টারে তাকে মারা হয়েছে।
আমার বিশ্বাস, এটি পুলিশের সিদ্ধান্ত।
বিকাশবাহিনীর হাতে আট পুলিশকর্মীর নিহত হওয়ার বদলা।
ফোর্স ক্ষোভে ফুটছিল।
কর্তারাও জানতেন।
অলিখিত অনুমোদন দিয়েছেন।
কড়া বার্তা গেল।
বাহিনী আত্মবিশ্বাস পেল।
পুলিশকে মারলে এভাবেই মরতে হবে।
এই হত্যা পুলিশবাহিনীকে শীর্ষকর্তাদের উপহার।
কিছু ক্ষেত্রে যেখানে রাজনীতিবিদদের দর্শক হয়ে থাকা ছাড়া উপায় থাকে না।

হ্যাঁ, বিকাশের বেড়ে ওঠায় রাজনীতি, পুলিশের একাংশের হাত ছিল।
নিশ্চিতভাবেই ছিল।
কিন্তু বিকাশকে জেরা করলে বড় বড় নাম ফাঁসত, এটা ভাবা ভুল।
বিকাশ জেলে থাকত।
সাম্রাজ্য চালাত।
জেল থেকেই বাইরেটা অপারেট করত।
একদিন জামিনে বেরিয়ে আসত।
হয়ত ভোটেও দাঁড়াত।

বিকাশকে ধরতে পুলিশের যাওয়ার প্রথম দিন থেকেই ইঙ্গিত, পিছনে অন্তত এখন শাসকদলের বড় কেউ নেই। তাহলে পুলিশ যেতই না।

আর সেদিন আট পুলিশকে হত্যাটা বিকাশের কাল হয়েছে।
এরপর গ্রেফতার আর এনকাউন্টার ছিল সময়ের অপেক্ষা, পুলিশের বদলা।
পছন্দ হোক বা নাই হোক, এটা করতে না দিলে পুলিশবাহিনীর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকত না।

ফলে যা হয়েছে, হওয়ার ছিলই। এর পিছনে মুখ বন্ধের পরিচিত চিত্রনাট্য খুঁজে লাভ নেই। অন্তত এই ক্ষেত্রে।

তবে হ্যাঁ, এটা বলা যায়, এই সমাজের রাজনীতি আর ক্ষমতার চক্রের চাহিদা মেটাতেই জন্ম হয় বিকাশদের।
আর প্রয়োজন ফুরোলে তাদের জন্য লেখা থাকে এনকাউন্টারের গল্প।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...