দীর্ঘ বিরতির পর মমতাকে কড়া আক্রমণ মুকুলের

লকডাউন পর্বের শুরু থেকেই কিছুটা অন্তরালে তিনি৷ শারীরিক কারনে দলের সদর দফতরে যাচ্ছেন না৷ বরং বিধাননগরে আলাদা দফতর চালু করে সেখানেই মানুষের সঙ্গে দেখা করছেন বিজেপি নেতা মুকুল রায়৷ মাঝে জল্পনা শোনা যায়, দিল্লিতে মন্ত্রী হচ্ছেন মুকুল রায়৷ ওদিকে নারদ-কাণ্ডে দিনদুয়েক আগে ED তাঁকে নোটিশ দিয়েছে৷

এসবের মাঝেই দীর্ঘ নীরবতা ভঙ্গ করে শুক্রবার বিজেপি’র জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় এক টুইটে কড়া ভাষায় কটাক্ষ করেছেন ‘মমতা’র সরকারকে’৷ টুইটে তিনি রাজ্য সরকারের ‘রিপোর্ট কার্ড প্রকাশ’ করে বলেছেন, ‘স্বাস্থ্য, নারী সুরক্ষা, শিক্ষা, শিল্প, উন্নয়ণে সরকার ফেল করেছে৷ ওদিকে সিণ্ডিকেট, দুর্নীতি, রাজনৈতিক হিংসায় সরকার সফল‌৷ বাংলার লজ্জা মমতা”৷

অনেকদিন পর রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন এ ধরনের টুইট মুকুল রায় করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে৷

Previous articleসাত নম্বর বিয়েতেই বাধা! ১৭ সন্তানের পিতা দিদারুলের ঠাঁই হল শ্রীঘরে
Next articleবিকাশ দুবের এনকাউন্টার: প্রশ্ন তোলার আগে ভাবুন, কুণাল ঘোষের কলম