Thursday, August 28, 2025

ভ্যাকসিন-ট্রায়ালে ডাক পাওয়া শিক্ষকের দাবি, অতীতের ঘটনা মিটে গিয়েছে

Date:

ভ্যাকসিনের মানব- ট্রায়ালে ডাক পাওয়ার দাবি করা দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জিৎ ধীবরের অতীতের এক ঘটনার কথা ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ ৯ জুলাই,২০২০ প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা স্ত্রীকে খুনের চেষ্টার মামলা মিটে গিয়েছে৷ খবরটি অসার এবং ভুয়ো৷

২০১৯ সালের আগস্ট মাসে ২০-২১ তারিখে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ প্রকাশিত সংবাদটি লেখা হয়েছে৷ ‘Zee ২৪ ঘন্টা’র প্রকাশিত সংবাদের স্ক্রিনশটও প্রকাশিত সংবাদে সংযুক্ত আছে৷ ‘Zee ২৪ ঘন্টা’ ছাড়াও সেই সময়ের প্রায় সব সংবাদমাধ্যমই ওই সংবাদটি গুরুত্ব দিয়েই প্রকাশ করে৷ বর্তমান, এই সময়, আজকাল, সংবাদ প্রতিদিন, এই মুহুর্তে, Millennium Post, দুর্গাপুর বার্তা ইত্যাদি সব সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে চিরঞ্জিৎ ধীবরের গ্রেফতারের ঘটনা৷ এতগুলি সংবাদমাধ্যম ওই সংবাদ ও ছবি প্রকাশ করার পরেও দাবি করা হয়েছে, প্রকাশিত সংবাদ ভুয়ো বা অসার৷ সেই সব খবরের উল্লেখ করা হয় প্রকাশিত প্রতিবেদনে৷ এছাড়াও লেখা হয়, “এদিকে ওই শিক্ষক নেতা চিরঞ্জিৎ ধীবরের ঘনিষ্ঠরা বলছেন, এসব মিথ্যা অভিযোগ৷ চিরঞ্জিৎ-এর ভাবমূর্তি বিনষ্ট করতেই একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে৷” প্রকাশিত খবরে স্বচ্ছতার অভাব নেই বলেই আমাদের ধারনা৷ চিরঞ্জিৎবাবুকে অযথা বিব্রত করার কোনও অভিপ্রায় থাকার প্রশ্নই নেই৷ এ সংক্রান্ত যাবতীয় সমস্যা বা মামলা মিটে যাওয়ার যে দাবি চিরঞ্জিৎবাবু করেছেন, সেই তথ্য পেলে, ওই খবরও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রকাশ করবো৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version