Sunday, August 24, 2025

লকডাউন ধাক্কা দিয়েছে সব ক্ষেত্রকে। এই তালিকা থেকে বাদ যায়নি ফুটবল। মহামারি পরিস্থিতিতে সংসার চালাতে সব্জি বিক্রি করছে কোন্নগরের বাসিন্দা দীপ বাগ।মোহনবাগান অ্যাকাডেমির ফুটবলার দীপ। কিন্তু লকডাউনের ফলে মাসিক যে টাকা ক্লাব থেকে পেতেন তা বন্ধ রয়েছে। দীপের এই অর্থনৈতিক পরিস্থিতি বিষয় সামনে আসার পরে শনিবার তাঁর পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস রায়। এদিন দীপের সঙ্গে দেখা করেন মানস রায়। তিনি জানান, দীপের এই সঙ্কটের সময় ইস্টবেঙ্গল ক্লাব তাঁর পাশে আছে।

ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে এগিয়ে চলছিলেন কোন্নগর বাঞ্ছারাম মিত্র লেনের বাসিন্দা দীপ বাগ। নিজের প্রতিভার জোরে সুযোগ করে নিয়েছিলেন দুর্গাপুরের মোহনবাগন অ্যাকাডেমিতে। মাসিক ১ হাজার টাকা ভাতাও মিলছিল। অনুর্দ্ধ-১৯ এ যথেষ্ট পারদর্শীতা রেখে এগিয়ে চলছিলেন এই স্টপার। কিন্তু অতিমারি পরিস্থিতিতে সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে লকডাউন নেমে এসেছে দীপের জীবনেও।

রিক্সাচালকের একমাত্র ছেলে দীপের এখন মাঠে নয়, জ্জ্বলে থাকতে প্রতিনিয়ত অন্ধকারের সঙ্গে লড়াই চালাতে হচ্ছে ফুটপাথে। লকডাউনের জেরে বন্ধ হয়েছে অ্যাকাডেমি। বন্ধ হয়েছে হাজার টাকা ভাতাও। আকাশে ওঠার সিঁড়ি হারিয়ে দীপ এখন মাটিতে। কোন্নগরে রাস্তার পাশে একটুকরো প্লাস্টিক পেতে অপটু হাতে সব্জি বিক্রি করেই সংসার চালাতে হয় উঠতি এই ফুটবলারকে। তবে এখনও ফুটবল প্রীতি এতটুকু কমেনি তাঁর। রোজ সকালে পাইকারী বাজারে যাওয়ার আগে নিয়ম করে ফুটবল অনুশীলন করেন তিনি। সবুজ মাঠে প্রদীপ জ্বালাতে এবার দীপের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাব।

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version