Sunday, November 9, 2025

লকডাউন ধাক্কা দিয়েছে সব ক্ষেত্রকে। এই তালিকা থেকে বাদ যায়নি ফুটবল। মহামারি পরিস্থিতিতে সংসার চালাতে সব্জি বিক্রি করছে কোন্নগরের বাসিন্দা দীপ বাগ।মোহনবাগান অ্যাকাডেমির ফুটবলার দীপ। কিন্তু লকডাউনের ফলে মাসিক যে টাকা ক্লাব থেকে পেতেন তা বন্ধ রয়েছে। দীপের এই অর্থনৈতিক পরিস্থিতি বিষয় সামনে আসার পরে শনিবার তাঁর পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস রায়। এদিন দীপের সঙ্গে দেখা করেন মানস রায়। তিনি জানান, দীপের এই সঙ্কটের সময় ইস্টবেঙ্গল ক্লাব তাঁর পাশে আছে।

ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে এগিয়ে চলছিলেন কোন্নগর বাঞ্ছারাম মিত্র লেনের বাসিন্দা দীপ বাগ। নিজের প্রতিভার জোরে সুযোগ করে নিয়েছিলেন দুর্গাপুরের মোহনবাগন অ্যাকাডেমিতে। মাসিক ১ হাজার টাকা ভাতাও মিলছিল। অনুর্দ্ধ-১৯ এ যথেষ্ট পারদর্শীতা রেখে এগিয়ে চলছিলেন এই স্টপার। কিন্তু অতিমারি পরিস্থিতিতে সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে লকডাউন নেমে এসেছে দীপের জীবনেও।

রিক্সাচালকের একমাত্র ছেলে দীপের এখন মাঠে নয়, জ্জ্বলে থাকতে প্রতিনিয়ত অন্ধকারের সঙ্গে লড়াই চালাতে হচ্ছে ফুটপাথে। লকডাউনের জেরে বন্ধ হয়েছে অ্যাকাডেমি। বন্ধ হয়েছে হাজার টাকা ভাতাও। আকাশে ওঠার সিঁড়ি হারিয়ে দীপ এখন মাটিতে। কোন্নগরে রাস্তার পাশে একটুকরো প্লাস্টিক পেতে অপটু হাতে সব্জি বিক্রি করেই সংসার চালাতে হয় উঠতি এই ফুটবলারকে। তবে এখনও ফুটবল প্রীতি এতটুকু কমেনি তাঁর। রোজ সকালে পাইকারী বাজারে যাওয়ার আগে নিয়ম করে ফুটবল অনুশীলন করেন তিনি। সবুজ মাঠে প্রদীপ জ্বালাতে এবার দীপের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাব।

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version