দুই মন্ত্রীর লড়াই : ফিরহাদ বললেন, প্রকাশ্যে কেন এসব কথা!

দুই মন্ত্রীর প্রকাশ্য বিবৃতির লড়াই নিয়ে মুখ খুললেন দলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ শনিবার বলেন, দলের অন্দরের কথা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা করা অন্যায় হয়েছে। সমস্যা থাকলে নেত্রীকে ওরা জানাতে পারতেন। সেসব না করে তার বদলে প্রকাশ্যে বিবৃতি মানা যায় না। যা বলার আমরা দলের মধ্যেই কথা বলব। আমিও এ নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলব না। রাজনৈতিক মহলে অবশ্য রাজীব-অরূপ লড়াইয়ের কথা অজানা নয়। দুজনের মধ্যে ঠাণ্ডা লড়াই ছিল এবং আছে। অরূপের বিরুদ্ধে দলের মধ্যেই বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। তবে এবারে প্রকাশ্যে এক মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়ার এক নেতা বলছেন, ‘রাজীব বিজেপির ভাষায় কথা বলছেন’ বলে অরূপ নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। এবার সামলাতে পারলে হয়! জল কতদূর গড়ায় সেটাই দেখার। জল গড়াতে গড়াতে কালীঘাটে গিয়েই থেমে যাবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

Previous articleচিংড়ির প্যাকেটে ভাইরাস! আমদানি বন্ধ করল প্রশাসন
Next articleলাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার