মৃত্যুর আগে কিশোরের শেষ গান চন্দা মেরে আ…জলে ভাসাচ্ছে মানুষকে

মৃত্যুর আগে শেষ গান। ১৭ বছরের কিশোর কি নিজেই জানতে পেরেছিল শেষ সময়ের কথা! নইলে ওভাবে গান গেয়ে কাঁদিয়ে যাবে কেন! আর গানের কথাগুলো ভাবুন… আচ্ছা চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখ না…’

অসমের তিনসুকিয়ার ঋষভ দত্ত। জটিল রোগ বছর দুই আগে ধরা পড়ল। মুক্তি মিলতে পারে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনে। তাই নিয়ে আসা হলো বেঙ্গালুরুর খ্রিস্টান মেডিক্যাল কলেজে। চিকিৎসা শুরুর পর হাসপাতাল বদল করে বেসরকারি হাসপাতালে। প্রস্তুতি চলছিল ট্রান্সপ্ল্যান্টেশনের। সোশ্যাল মিডিয়ায়া চলছিল খরচ তোলার প্রস্তুতি। সব জানত ঋষভ। বুক ভরা স্বপ্ন। আর ভালবাসা গান। সুযোগ পেলেই গিটার বাজিয়ে গান। কখনও একা, কখনও দর্শক ডাক্তার, নার্সরা। এভাবেই চন্দা গানটি। হাসপাতালের বেডে বসে গাওয়া। কেউ জানত না এটাই ঋষভের শেষ গান। বৃহস্পতিবার ঋষভ সকলকে কাঁদিয়ে চলে গেল। পড়ে রইল তার গিটার আর গান… ইয়াদ রাখ না…

Previous article“অর্জুনের সঙ্গে গুন্ডার মতো আচরণ করছে পুলিশ, সব হিসেব নেবো”, হুঁশিয়ারি দিলীপের
Next articleBreaking : অসুস্থ অমিতাভ বচ্চন, ভর্তি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে