বচ্চন পরিবারের চার সদস্যই করোনা পজেটিভ। রবিবার দুপুরে দ্বিতীয়বার কোভিড টেস্ট হয় জয়া বচ্চন, ঐশ্বর্য, আরাধ্যা, শ্বেতা ও অগস্তর। সেই টেস্টে জানা গিয়েছে ঐশ্বর্য এবং আরাধ্যা পজিটিভ। জয়া সেটা এবং অবস্থা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন প্রশ্ন হল, ঐশ্বর্য এবং আরাধ্যা নানাবতী হাসপাতালেই কী ভর্তি হবেন? পরিবার সূত্রে খবর, মা-মেয়ে দুজনেই সম্ভবত হাসপাতালে ভর্তি হচ্ছেন থাকবেন একসঙ্গে। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বলিউডে জোর ধাক্কা ট্যুইটারে উপচে পড়ছে ঐশ্বর্য এবং আরাধ্যা দ্রুত সুস্থ হওয়ার কামনা নিয়ে।
