৪০০ টাকায় এক কেজি খাসির মাংসের সঙ্গে একেবারে বিনামূল্যে মিলছে মুরগির মাংস। দোকানের সামনে বোর্ড ঝুলিয়ে চলছে ব্যাপক কেনাবেচা।

রিষড়ার জিটি রোড সংলগ্ন একটি মাংসের দোকানে চলছে এই অফার। বিক্রেতার নাম জুগনু কুরেশি। জুগনু বলেন, “লকডাউনের জন্যই এই অফার। স্টক হয়ে গিয়েছে অনেক। আর আমরাও কমে কিনছি। তাই কমে বিক্রি করছি। তার সঙ্গে শ্রাবণ মাসের জন্য মুরগির মাংসের অফারটা নিজে থেকেই দিচ্ছি দু’দিন হল।” জুগনু আরও বলেছেন, হোটেল বা রেস্তোরাঁ না খোলায় খাসির মাংসের বিক্রি অনেকটাই কমেছে। ফলে ভিন রাজ্য থেকে যে ছাগলগুলি আসছে, সেগুলো জমে যাচ্ছে। তাই সস্তায় বিক্রি করা সম্ভব হচ্ছে। আর সস্তায় খাসির সঙ্গে মুরগির মাংস মেলায় খুশি ক্রেতারা।
বাজারে খাসির মাংস কোথাও ৬৫০, কোথাও ৭০০, কোথাও বা ৭৫০। সেখানে মাত্র ৪০০ টাকায় কীভাবে মাংস বিক্রি করছেন এই ব্যবসায়ী? সঙ্গে মুরগির মাংস আবার বিনামূল্যে!
