Sunday, November 16, 2025

নোটিশ নিয়ে গেহলটের উপর ক্ষুব্ধ হাইকম্যাণ্ড, আমিও পেয়েছি, সাফাই মুখ্যমন্ত্রীর

Date:

রাজস্থানের জল আরও ঘোলা হচ্ছে৷

শচীন পাইলটকে জিজ্ঞাসাবাদের নোটিশ জারি করায় কংগ্রেস হাইকম্যাণ্ড অশোক গেহলটের উপর চরম অসন্তুষ্ট। পাইলটকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার ওই চিঠিই কংগ্রেস সরকারকে সঙ্কটকে ঠেলে দিয়েছে বলে মনে করছে কংগ্রেস হাই কম্যাণ্ড৷
এদিকে, হাই কম্যাণ্ডের এই মনোভাবের প্রতিবাদ করে রবিবার সকালে সাফাই- টুইট করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ টুইটে তিনি বলেছেন, “SOG নোটিশ পাঠিয়েছে
মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, চিফ হুইপ এবং আরও কয়েকজন মন্ত্রী ও কংগ্রেস পরিষদীয় দলের বিধায়ককেও৷ কিছু প্রচার মাধ্যম এটাকে অন্যভাবে উপস্থাপন করেছে।”

অন্যদিকে, রাজস্থানের কংগ্রেস সরকার ভাঙ্গার খেলায় তাদের নাম জড়িয়ে যেতেই পাইলটকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার কথা অস্বীকার করলো বিজেপি। রবিবার
বিজেপি বলেছে, তাদের প্রথম লক্ষ্য অশোক গেহলট সরকারের ইস্তফা আদায় করা৷ বিজেপি জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে’র সঙ্গে ৪৫ বিধায়কের সমর্থন আছে। ফলে তেমন পরিস্থিতি হলে বসুন্ধরা’ই অগ্রাধিকার পাবেন৷
রাজস্থানের চিফ হুইপ মহেশ যোশির দায়ের করা অভিযোগের ভিত্তিতে SOG বা স্পেশাল অপারেশন গ্রুপ পাইলটকে তলব করেছে। গেহলট দাবি করেছেন, তাঁকেও নাকি তলব করে একই নোটিশ দেওয়া হয়েছে৷ আর পাইলটকে দেওয়া এই নোটিশকে সামনে এনেই পাইলট অনুগামীরা সরাসরি বিদ্রোহের হুমকি দিয়েছেন।

রাজস্থান বিধানসভার মোট ২০০ আসনের মধ্যে কংগ্রেসের ১০৭টি আসন আছে৷ এছাড়া ১২ জন নির্দল বিধায়ক গেহলট সরকারকে সমর্থন করছেন৷ এছাড়া রাষ্ট্রীয় লোক দল, সিপিএম এবং ভারতীয় আদিবাসী দলও গেহলটের পাশে৷ পাইলট অনুগামীরা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলে, গেহলট সংখ্যাগরিষ্ঠতা হারাবেন৷

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version