Saturday, November 15, 2025

নোটিশ নিয়ে গেহলটের উপর ক্ষুব্ধ হাইকম্যাণ্ড, আমিও পেয়েছি, সাফাই মুখ্যমন্ত্রীর

Date:

রাজস্থানের জল আরও ঘোলা হচ্ছে৷

শচীন পাইলটকে জিজ্ঞাসাবাদের নোটিশ জারি করায় কংগ্রেস হাইকম্যাণ্ড অশোক গেহলটের উপর চরম অসন্তুষ্ট। পাইলটকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার ওই চিঠিই কংগ্রেস সরকারকে সঙ্কটকে ঠেলে দিয়েছে বলে মনে করছে কংগ্রেস হাই কম্যাণ্ড৷
এদিকে, হাই কম্যাণ্ডের এই মনোভাবের প্রতিবাদ করে রবিবার সকালে সাফাই- টুইট করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ টুইটে তিনি বলেছেন, “SOG নোটিশ পাঠিয়েছে
মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, চিফ হুইপ এবং আরও কয়েকজন মন্ত্রী ও কংগ্রেস পরিষদীয় দলের বিধায়ককেও৷ কিছু প্রচার মাধ্যম এটাকে অন্যভাবে উপস্থাপন করেছে।”

অন্যদিকে, রাজস্থানের কংগ্রেস সরকার ভাঙ্গার খেলায় তাদের নাম জড়িয়ে যেতেই পাইলটকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার কথা অস্বীকার করলো বিজেপি। রবিবার
বিজেপি বলেছে, তাদের প্রথম লক্ষ্য অশোক গেহলট সরকারের ইস্তফা আদায় করা৷ বিজেপি জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে’র সঙ্গে ৪৫ বিধায়কের সমর্থন আছে। ফলে তেমন পরিস্থিতি হলে বসুন্ধরা’ই অগ্রাধিকার পাবেন৷
রাজস্থানের চিফ হুইপ মহেশ যোশির দায়ের করা অভিযোগের ভিত্তিতে SOG বা স্পেশাল অপারেশন গ্রুপ পাইলটকে তলব করেছে। গেহলট দাবি করেছেন, তাঁকেও নাকি তলব করে একই নোটিশ দেওয়া হয়েছে৷ আর পাইলটকে দেওয়া এই নোটিশকে সামনে এনেই পাইলট অনুগামীরা সরাসরি বিদ্রোহের হুমকি দিয়েছেন।

রাজস্থান বিধানসভার মোট ২০০ আসনের মধ্যে কংগ্রেসের ১০৭টি আসন আছে৷ এছাড়া ১২ জন নির্দল বিধায়ক গেহলট সরকারকে সমর্থন করছেন৷ এছাড়া রাষ্ট্রীয় লোক দল, সিপিএম এবং ভারতীয় আদিবাসী দলও গেহলটের পাশে৷ পাইলট অনুগামীরা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলে, গেহলট সংখ্যাগরিষ্ঠতা হারাবেন৷

Related articles

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে...

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...
Exit mobile version