Monday, August 25, 2025

করোনার স্থায়িত্ব ও রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে অনুব্রতর বেলাগাম মন্তব্যে অস্বস্তিতে দল

Date:

এবার রাজ্যের রেশন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সরব হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। স্পষ্ট বক্তা অনুব্রত জানিয়েছেন,
করোনা ভাইরাসের দাপট এক বছর থাকবে। সেই জন্যই রেশনে রাজ্যবাসীর এক বছরের খাবার ফ্রি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ কাজ করতে পারবে না, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বীরভূমে। সেখানেই তৃণমূল সভাপতি এই মন্তব্য করেন । যদিও তার এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে । করোনার স্থায়িত্ব নিয়ে তার এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন অধিকাংশই।
শনিবার লাভপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য মান্নান হোসেন-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। সেখানেই করোনা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগের ব্যাখ্যা করেছেন অনুব্রত। তিনি বলেন, ”আপনারা সতর্ক হয়ে যান। মানুষকে পরিষেবা দিন। সব মানুষ কাজ করতে পারবে না। তাদের পাশে দাঁড়ান।”
এর আগেও দেশে করোনা সংক্রমণ নিয়ে তৃণমূলের এই দোর্দন্ডপ্রতাপ নেতা কিছুদিন আগে কাঠগড়ায় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারত সফরে তাঁর সঙ্গে আতিথেয়তা করার জন্য তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও। এবার করোনার স্থায়িত্ব নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। সেইসঙ্গে আগামী জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেও মিলিয়ে দিলেন।
আসলে আসন্ন বিধানসভা নির্বাচনে ফের সংগঠনকে চাঙ্গা করতে এভাবেই ইনিংস শুরু করলেন অনুব্রত । তার লাগামহীন মন্তব্য শাসকদলের অস্বস্তি যতই বাড়াক, তিনি আছেন সেই তিমিরেই তা ফের প্রমাণ করলেন ।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version