Sunday, May 4, 2025

রাহুল গান্ধীকেই ফের দলের সভাপতি করার দাবি সোনিয়ার ডাকা বৈঠকে

Date:

রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার দাবি উঠেছে দলের অন্দরেই৷

সংসদের আগামী অধিবেশনে দলের রণকৌশল ঠিক করতে শনিবার কংগ্রেস সাংসদদের ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷ ছিলেন রাহুল গান্ধীও৷ ওই বৈঠকে সোনিয়া গান্ধীর সামনেই রাহুলকে দলের দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন একাধিক সাংসদ৷ তাঁদের বক্তব্য, এখনই রাহুল দায়িত্ব নিলে কংগ্রেস সঠিক পথে যেতে পারবে৷ বৈঠক শুরু হওয়ার একটু পরেই কথা ঘুরে যায়। দাবি উঠতে থাকে, দ্রুত রাহুলকে দলের সভাপতি পদে ফেরানো হোক।

প্রসঙ্গত লোকসভা ভোটের দলের ফল খারাপ হওয়ার পর দায়িত্ব ছেড়েছিলেন রাহুল। ফের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। এক বছরের কুল-অফ পিরিয়ডের পর রাহুল আবার সভাপতি হোন, সেটাই চাইছেন অনেক সাংসদ ৷ লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ প্রথমে এই দাবি তোলেন। তাঁকে সমর্থন করেন ভার্চুয়াল বৈঠকে থাকা অধিকাংশ সাংসদ। সুরেশ বলেন, করোনা পরিস্থিতিতে যেভাবে রাহুল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যু নিয়ে সরব হচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে রাহুলজির দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। এই কথাকে সমর্থন করেন গৌরব গোগোই, সপ্তগিরি উলাকা, মানিকরাম ঠাকুররা। বৈঠকে উপস্থিত সোনিয়া বা রাহুল যদিও এই নিয়ে কিছু বলেননি।
এদিনের বৈঠকে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেসের রণকৌশল ঠিক করা হয়। কোভিড থেকে চিন, এই নিয়ে সরকারকে বিঁধতে চায় কংগ্রেস। একই সঙ্গে এমপি ল্যাডের টাকা বন্ধ করা ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও সংসদ উত্তপ্ত হবে, সেটা এদিন কংগ্রেস নেতাদের বক্তব্যে স্পষ্ট।

রাহুল গান্ধী বলেন তাঁরা চিন ইস্যুতে রাজনীতি করতে চান না। কিন্তু যেভাবে সরকার তথ্য ধামাচাপা দিচ্ছে ও পরস্পরবিরোধী কথা বলছে বলে তিনি মনে করেন, সেটা নিয়ে কেন্দ্রের কাছ থেকে জবাবদিহি চাওয়া হবে।
আগামী দিনে যদি রাহুল গান্ধী সত্যিই ফের কংগ্রেসের দায়িত্ব নেন, তাহলে বিভিন্ন রাজ্যের কংগ্রেস সংগঠনে ফের বদল হওয়ার সম্ভাবনাই প্রবল৷

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version