Tuesday, May 13, 2025

সংকটজনক রোগীদের বাঁচাতে নতুন দিশা দেখাচ্ছে হাতে তৈরি ৩৫০০ টাকার ভেন্টিলেটর

Date:

Share post:

সময় যত এগোচ্ছে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সংকটজনক রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জানেন কী? এই সংকটজনক রোগীদের বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি, তাহল ভেন্টিলেটর। আর এই ভেন্টিলেটর মাত্র 3500 টাকায় তৈরি করে তাক লাগিয়ে দিলেন বায়ুসেনার বিশ্বরেকর্ডধারী পাইলট তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ডিরেক্টর জয় কিষাণ ও তার সতীর্থরা।
এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে অ্যাম্বু ব্যাগ। পাহাড়ের অ্যাম্বুলেন্স ও গ্রামে এই ভেন্টিলেটর সহজেই ব্যবহার করা সম্ভব । ব্যাটারি এবং বিদ্যুৎ দুভাবেই চলতে পারে এই কম দামি ভেন্টিলেটর। নিশ্চয়ই ভাবছেন কী আছে এতে? জানা গিয়েছে, একটি মোটরের সাহায্যে এই অ্যাম্বু বাগ চালানো হয়। সঠিক পরিমাণে এবং নির্দিষ্ট চাপে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে একেবারে নির্ভুলভাবে। আসলে দার্জিলিংয়ের বহু গ্রাম প্রত্যন্ত এলাকায় হওয়ায়, সেখানকার কোনও রোগীর পরিস্থিতি সংকটজনক অবস্থায় পৌঁছালে তাঁকে সহজে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই ভেন্টিলেটর নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবিষ্কর্তার সতীর্থরা জানিয়েছেন, জয় কিষাণ স্যার যুদ্ধবিমান চালিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর পড়াশোনা ফিজিক্স নিয়ে। আর সেই কারণেই সহজে তার পক্ষে এই ধরনের যন্ত্র আবিষ্কার করার জন্য গাইড করা সম্ভব হয়েছে। খোদ জয় কিষাণ জানিয়েছেন, এই যন্ত্রটি তৈরি করার নেপথ্যে আমার মূল লক্ষ্য ছিল কত কম খরচে মানুষের জীবন বাঁচানো যায়। সেই উদ্দেশ্য নিয়েই পথ চলা শুরু করেছে অ্যাম্বু ব্যাগ। মানুষের প্রাণ বাঁচলে আমার প্রচেষ্টা সার্থক রূপ পাবে।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...