কথায় কথায় শৃঙ্খলার কথা বলে শোকজ ইত্যাদি গল্প ছড়ালেও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঢোঁক গিলছে তৃণমূল। দু একজন নেতার গোল গোল কথা ছাড়া কোনো দলীয় পদক্ষেপ রাজীবের বিরুদ্ধে হবে না। কারণ দল মনে করছে, তাতে হিতে বিপরীত হবে। জলঘোলা বাড়বে। তাঁরা রাজীবের উপর নজরদারি বাড়াবেন। কিন্তু সাধন পাণ্ডের ক্ষেত্রে যেমন শোকজ বলা হয়েছিল ঢাকঢোল পিটিয়ে, এবার সেটা করতে গলা শুকিয়ে যাচ্ছে দলের। শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যানকেও এখনও দেখতে পাওয়া যায়নি। রাজীব শুধু একবার বলেননি, তিনি তারপর ফেস বুক লাইভ করে আরও কড়া কথা বলেছেন। এবং তারপর CN চ্যানেলকে সাক্ষাৎকারে আরও সবিস্তার বলেছেন। তাঁর যুক্তি, দুর্নীতি নিয়ে শুধু দু একজন ছোট নেতাকে কেন, শাস্তি দেওয়া হোক রাঘববোয়ালদেরও। হাওড়া জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে সরব তিনি। তৃণমূল এখন দু একজন বিশেষ নেতাকে দিয়ে ফোন করিয়ে রাজীবকে আপাতত চুপ করাতে চাইছে। কারণ রাজীব যে ইস্যু তুলেছেন, তাতে তিনি বেশ কিছু সমর্থন পেয়ে যেতে পারেন। শোকজ বা সাসপেণ্ডের পথে গেলে রাজীব আরও বিগড়ে যাবেন। তাই আপাতত তৃণমূল রুটিন ঐক্যপন্থী বিবৃতির বাইরে কোনো পদক্ষেপের সাহস দেখাবে না। রবিবার দুপুর পর্যন্ত খবর সেরকমই।
