“শচীন এখন বিজেপিতেই” বিস্ফোরক কংগ্রেস নেতা পিএল পুনিয়া

আনুষ্ঠানিকভাবে এখনও গেরুয়া শিবিরে নাম লেখাননি পাইলট। কিন্তু তার আগেই শচীন পাইলটের অবস্থান স্পষ্ট করলেন ছত্তীশগড়ে এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত নেতা পিএল পুনিয়া। তাঁর কথায় কংগ্রেসের সব নেতা ও কর্মীকে প্রাপ্য সম্মান দেওয়া হয়। এ বিষয়ে বিজেপির থেকে সার্টিফিকেট নেওয়া হবে না।

পুনিয়া সংবাদসংস্থাকে বলেন, ‘শচীন পাইলট এখন বিজেপিতেই আছেন। কংগ্রেসের সঙ্গে বিজেপি কী আচরণ করে এবং করে এসেছে তার সাধারণ মানুষ জানেন। কংগ্রেস তার সব নেতা এবং কর্মীদের প্রাপ্য সম্মান দিয়ে থাকে। এ ব্যাপারে কখনই বিজেপির থেকে সার্টিফিকেট কংগ্রেস নেবে না।”

Previous articleরাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি ১০১ বিধায়ক ইতিমধ্যেই হাজির, কংগ্রেস বলছে সঙ্কট নেই
Next articleআজ হাইকোর্টের   বিশেষ আদালতে এমবিবিএস পরীক্ষার স্থগিতাদেশ মামলার শুনানি