বাড়ছে সংক্রমণ। দুশ্চিন্তার ভাঁজ সবার কপালে । অনেক রাজ্যেই নতুন করে লকডাউন শুরু হচ্ছে৷ এই সবের মধ্যেই একগুচ্ছ নিয়ম মেনে খুলেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি । আর এবার পর্যটনপ্রেমীদের জন্য আরও একটি সুখবর৷ আগামী ১৪ জুলাই মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জম্মু এবং কাশ্মীর৷ তবে পর্যটকদের জন্য থাকছে বেশ কয়েকটি শর্ত । এই শর্ত জারি করেছে জম্মু কাশ্মীর প্রশাসন৷ সরকারি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷
সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা আসবেন, তাঁরাই জম্মু কাশ্মীরে থাকার অনুমতি পাবেন৷ তবে জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে৷ বিমানবন্দরে পৌঁছনোর পরই সেই প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে৷ যতদিন জম্মু কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে৷ এছাড়াও পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে৷
জম্মু কাশ্মীরে পৌঁছনোর পরই পর্যটকদের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে৷ জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগেই হোটেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেড়ানোর জন্য গাড়ির বুকিংও করে রাখতে হবে৷