Sunday, May 4, 2025

বাড়ছে সংক্রমণ। দুশ্চিন্তার ভাঁজ সবার কপালে । অনেক রাজ্যেই নতুন করে লকডাউন শুরু হচ্ছে৷ এই সবের মধ্যেই একগুচ্ছ নিয়ম মেনে খুলেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি । আর এবার পর্যটনপ্রেমীদের জন্য আরও একটি সুখবর৷ আগামী ১৪ জুলাই মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জম্মু এবং কাশ্মীর৷ তবে পর্যটকদের জন্য থাকছে বেশ কয়েকটি শর্ত । এই শর্ত জারি করেছে জম্মু কাশ্মীর প্রশাসন৷ সরকারি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷


সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা আসবেন, তাঁরাই জম্মু কাশ্মীরে থাকার অনুমতি পাবেন৷ তবে জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে৷ বিমানবন্দরে পৌঁছনোর পরই সেই প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে৷ যতদিন জম্মু কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে৷ এছাড়াও পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে৷


জম্মু কাশ্মীরে পৌঁছনোর পরই পর্যটকদের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে৷ জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগেই হোটেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেড়ানোর জন্য গাড়ির বুকিংও করে রাখতে হবে৷

 

এর জন্য জম্মু কাশ্মীর পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে৷ তবে ৬৫ বছরের ঊর্ধ্বে পর্যটকদের এখনই জম্মু কাশ্মীরে না আসারই পরামর্শ দেওয়া হয়েছে৷ শর্তগুলি পাশাপাশি একটি বিষয় স্পষ্ট করা হয়েছে। গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে, তা পরিষ্কারভাবে জানানো হয়েছে।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version