রাহুল গান্ধীর সঙ্গে এখনও পর্যন্ত বিদ্রোহী শচীন পাইলটের কোনও কথা হয়নি। সর্বভারতীয় টিভি চ্যানেলে বলেছেন কংগ্রেসেরই একাধিক নেতা। শচীন পাইলট দুদিন ধরে দিল্লিতে থাকলেও এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলার উৎসাহ দেখাননি সোনিয়া বা রাহুল গান্ধী কেউই। ফলে রাহুলের সঙ্গে শচিনের কথা হওয়ার রটনা থাকলেও তাকে ফেক নিউজ বলে উড়িয়ে দিচ্ছেন কংগ্রেসেরই একাংশ। অবশ্য এরই মধ্যে জয়পুরে রাহুলের দূত রণদীপ সুরজেওয়ালা মন্তব্য করেছেন, শচীন পাইলটের জন্য কংগ্রেসের দরজা খোলা। কোনও সমস্যা থাকলে কথা বলে মিটিয়ে নেওয়া যেতে পারে।
