রাজস্থানের বিদ্রোহী উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট কি সোমবারই বিজেপিতে যোগদান করছেন? এমন একটি সম্ভাবনা ক্রমেই জোরালো হয়ে উঠেছে রাজধানী দিল্লির রাজনৈতিক অলিন্দে। রবিবার প্রাক্তন সতীর্থ ও বর্তমান বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন পাইলট। এরপর আজই সম্ভবত তিনি দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। জয়পুরে অশোক গেহলটের ডাকা বৈঠকে তাঁর যোগদানের আর কোনও সম্ভাবনা নেই। পাইলটের দাবি, তাঁর সঙ্গে ৩০ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। কয়েকজন নির্দল বিধায়কও যোগাযোগ রাখছেন।

এদিকে রাজস্থানের অচলাবস্থা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের পাঠানো তিন প্রতিনিধি ও একাধিক বিধায়ককে নিয়ে জয়পুরে রবিবার মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সোমবার সকাল সাড়ে দশটায় গেহলটের বাসভবনে কংগ্রেস বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। এতে হাজির থাকার জন্য দলের তরফে বিধায়কদের হুইপ জারি করা হয়েছে। রাজ্যের রাজনৈতিক সংকট নিয়ে রবিবার রাত আড়াইটেয় নজিরবিহীন সাংবাদিক সম্মেলন করেন হাইকম্যান্ডের তিন প্রতিনিধি অজয় মাকেন, রনদীপ সুরজেওয়ালা ও অবিনাশ পান্ডে। পরিস্থিতি সামলে দল ঐক্যবদ্ধ থাকবে বলে তাঁদের দাবি।