আলোচনায় বসার জন্য শচীন পাইলটকে আবেদন করল কংগ্রেস নেতৃত্ব। জয়পুরে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রনদীপ সিং সুরেজওয়ালা বলেন, অনেক ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটে যেতেই পারে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আলোচনার জন্য দরজা খোলা রেখেছেন। বিজেপিকে ঘোড়া কেনার সুযোগ দেওয়া উচিত নয়। শচীন পাইলটকে আবেদন করছি বসুন আলোচনায়।

রনদীপ আরও বলেন, আমি কোথাও দেখিনি শচীন পাইলট কোনও মন্তব্য করেছেন। কিংবা তাঁর সঙ্গে এত জন বিধায়ক আছে বলে দাবি করেছেন। ফলে আলোচনায় বসার ক্ষেত্রে কোনও বাধা নেই। ঘরের মধ্যে বাসন থাকলে খটাখটি লাগে। এবং আমার বিশ্বাস সমস্যা আলোচনায় মিটবে। পরিষদীয় দলের বৈঠকে শচীন থাকবেন না বলে জানা গিয়েছে। পরিষদীয় দলের বৈঠকে ১০১ জন বিধায়ক থাকবেন বলেই কংগ্রেসের তরফে জানানো হয়েছে। পাইলটের সঙ্গে থাকা তিন জন বিধায়ক ফের গেহলটের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে।
