Tuesday, November 4, 2025

“সংকটময় পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়ান,” রাজ্যপালকে শিক্ষামন্ত্রী

Date:

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আলোচনায় বসলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতে ছাত্র স্বার্থ এবং স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিচ্ছে রাজ্য সরকার। ইউজিসি আগে যে অ্যাডভাইজরি পাঠিয়েছিল সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলিকে গাইডলাইন দিয়েছে সরকার। ইতিমধ্যে কাজ শুরু করেছে একাধিক বিশ্ববিদ্যালয়।

এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ” সংকটময় পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং শিক্ষা দফতর জানিয়েছে। রাজ্যপালকে অনুরোধ করেছি ছাত্রদের পাশে দাঁড়ান। আমরা ছাত্রদের সংকটের দিকে ঠেলে দিতে পারি না।” রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, “এই অবস্থায় শারীরিকভাবে উপস্থিত হয়ে পরীক্ষা সম্ভব নয়। রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী মনে করেন নতুন নির্দেশিকা ইউজিসি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পুনর্বিবেচনা করা উচিত।” পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেছেন, “চিন্তার কোনও কারণ নেই। এই বিষয় নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে।”

প্রসঙ্গত, দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলক। এই নির্দেশিকার বিরোধিতা করে এবং পুনর্বিবেচনার দাবি জানিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা সচিব মনীশ জৈন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা সচিবকে চিঠি দিয়েছিলেন। একইসঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রের নির্দেশিকার পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version