Monday, August 25, 2025

উপপ্রধান গ্রেফতার হতেই পদত্যাগ পুরপ্রধানের, অংশুমান ফের কী ফিরবেন গেরুয়া শিবিরে?

Date:

পুরপ্রশাসকমণ্ডলীর মুখ্য প্রশাসক হিসাবে প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ই এতদিন পর্যন্ত পুরসভা চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল সোমবার । উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার
প্রাক্তন উপপ্রধান গ্রেফতার হতেই পদত্যাগ করলেন প্রাক্তন পুরপ্রধানও।
প্রবল
পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক কারণের কথা বলা হলেও, কান পাতলেই শোনা যাচ্ছে অন্য কথা। পুরপ্রধানের বিজেপিতে যোগদান করা নাকি নিশ্চিত । এমনই বলছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ । আবার কারও বক্তব্য, দল থেকেই তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য গত লোকসভা নির্বাচনের পরে মুকুল রায়ের হাত ধরেই অংশুমানবাবু পা বাড়িয়েছিলেন বিজেপির দিকে।
পরে তৃণমূলে ফিরেও এসেছিলেন। পুরপ্রধানের পদও সামলাছিলেন। তাঁকে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানও করা হয়। কিন্তু তারপরেও কেন তিনি সরে দাঁড়ালেন তা নিয়ে জল্পনা তুঙ্গে । আর পুরোটাই ঘটেছে প্রাক্তন পুরপ্রধান রাজা দত্ত গ্রেফতার হওয়ার পরে পরেই। স্বাভাবিক ভাবেই পারিবারিক কারণে পদত্যাগের যুক্তি আদতে ধোপে টিকছে না।
সোমবার সকালে হালিশহর পুরসভায় সাংবাদিক বৈঠকে পদত্যাগের কথা ঘোষণার সময় দাবি করেন, ইতিমধ্যেই তাঁর সঙ্গে এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা হয়েছে। তিনি ইস্তফা দেওয়ার বিষয়টি মঞ্জুর করার পরেই তিনি পদত্যাগ করছেন।
আসলে রাজা দত্তের গ্রেফতারির পর তাকে জেরা করে এমন বেশ কিছু কথা পুলিশ জানতে পেরেছে যা সামনে এলে অংশুমানবাবু অস্বস্তিতে পড়বেন । সেই সঙ্গে অস্বস্তিতে পড়বেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়। কারণ অংশুমান ও রাজা দুজনেই মুকুল অনুগামী। রাজার মুখ খোলা নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই । তাঁদের চিন্তা ছিল অংশুমানকে নিয়েই। কারন বিজেপিতে গিয়েও তৃণমূলে ফিরে এসেছেন তিনি। তাই তাঁকে এখন পদত্যাগ করিয়ে কার্যত তাঁকে সেফ জোনে পাঠিয়ে দিল রাজ্যের শাসক দল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এখন মুকুল ও শুভ্রাংশুর বিরুদ্ধে অলআউট আক্রমণে নামতে তৃণমূলের কোনও অসুবিধা হবে না ।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version