Monday, May 5, 2025

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে। তারা দলীয় বিধায়কের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। রাজ্যপালের কাছে একাধিকবার দরবার করছে। এমনকী, সিবিআই তদন্তে চেয়ে আদালতে যাওয়ারও হুমকি দিচ্ছে গেরুয়া শিবির।

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিধায়কের মৃত্যুর ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি এটাকে খুন বলে চালাতে চাইছে। এতে চিকিৎসকদের অপমান করা হচ্ছে। আর সিবিআই দাবি করে রাজ্যের পুলিশ প্রশাসনকে অপমান করছে পুলিশ। এটা হলো বিজেপির মরা ধরার রাজনীতি। এই প্রথম নয়। এর আগেও ওরা এমন করেছে। আসলে ওরা নিজেরা যে কাজ করে, ভাবে সেটা অন্যরা করছে। খুনের রাজনীতি আমরা নই, বিজেপি করে। ওটাই ওদের কালচার”।

এরপর ফিরহাদ প্রশ্ন তোলেন, বিধায়ক আসলে কোন দলের? বিজেপি বলছে ওদের বিধায়ক। আবার বাম-কংগ্রেসের দাবি, ওই বিধায়কের ইস্তফা গ্রহণ করেনি তারা। তবে যে দলেরই বিধায়ক হন উনি, তাঁর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এমনটাই দাবি করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version