Sunday, August 24, 2025

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুনের অভিযোগে আজ মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। জলপাইগুড়িতে বনধের তেমন প্রভাব না পড়লেও, কোচবিহারে বনধের প্রভাব ভালোই পড়েছে ।জলপাইগুড়ি ও ধূপগুড়িতে খোলা রয়েছে বেশ কিছু দোকানপাট। বেসরকারি বাস রাস্তায় নামেনি। যদিও চলছে অটো, টোটো ও ট্যাক্সি । খোলা আছে ধূপগুড়ি সুপার মার্কেট।
অন্যদিকে কোচবিহারে বনধের জেরে বন্ধ রয়েছে দোকানবাজার। কোচবিহার বাস স্ট্যান্ডের কাছে সরকারি বাস আটকায় পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন । গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। বনধের বিরোধিতায় পাল্টা মিছিল করেছে তৃণমূল।
সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আলিপুরদুয়ার ডিপোর গেটে বাস আটকান বিজেপি কর্মীরা। শুরু হয় স্লোগান। এনবিএসটিসি কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
জেলা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা পণ্যবাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। আলিপুরদুয়ারে সরকারি বাস চললেও, বেসরকারি বাসের দেখা মেলেনি। খোলেনি দোকানপাটও।
সকাল থেকে থমথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও আশপাশের এলাকা। রাস্তাঘাটও শুনশান।
দক্ষিণ দিনাজপুরে বনধের প্রভাব সেভাবে চোখে পড়েনি। করোনা সংক্রমণ ঠেকাতে বালুরঘাট শহরে লকডাউন চলছে। তারই মধ্যে চলছে সরকারি-বেসরকারি যানবাহন। খোলা দোকানপাট। বাজারেও যথেষ্ট ভিড়। সবমিলিয়ে মিশ্র প্রভাব পড়েছে উত্তরবঙ্গের বনধে।

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version