দলীয় বিধায়কের মৃত্যুর প্রতিবাদে বুধবার রাজ্যের বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখাবেন বিজেপির নেতা-কর্মীরা। মঙ্গলবার, প্রাতঃভ্রমণে বেরিয়ে এই থানা ঘেরাও কর্মসূচির কথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। বনধ পালন করতে গিয়ে জায়গায় জায়গায় অশান্তির খবর মিলেছে সকাল থেকে।