রাত পোহালে মাধ্যমিকের ফল বেরোলেও মার্কশিট দেওয়া হবে ২২ জুলাই

আর কয়েক ঘন্টার অপেক্ষা। করোনা আবহে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাত পোহালেই প্রকাশিত হবে বহু কাঙ্খিত মাধ্যমিকের ফলাফল। একইসঙ্গে প্রকাশিত হবে

মেরিট লিস্ট বা মেধা তালিকা। কিন্তু অন্য বছরের মতো ফলাফলের দিনই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে না মার্কশিট কিংবা সার্টিফিকেট। তবে স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্র-ছাত্রী পরিবর্তে অভিভাবকদের হাতে মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঘোষণা অনুযায়ী বুধবারই নির্ধারিত সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। তবে ওইদিন নয়, সমস্ত দিক বিবেচনা করে আগামী ২২ জুলাই উপযুক্ত প্রমাণ দেখে মার্কশিট দেওয়া অভিভাবকদের হাতে।

Previous articleরেফার হয়রানি রুখতে কোরোনা রোগীদের জন্য বিশেষ ব্লক: দাবি, ‘MCKRDA’-এর
Next articleদুর্গাপুরে একই পরিবারের ৯জন করোনা আক্রান্ত