Thursday, August 21, 2025

বিধায়কের রহস্য মৃত্যুর CBI তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে বিজেপি

Date:

Share post:

সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর CBI তদন্ত দাবি করলো বিজেপি৷

মঙ্গলবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়’র নেতৃত্বে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ এই দলে বিজয়বর্গীয় ছাড়া ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এ রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং সাংসদ রাজু বিস্ত৷ CBI তদন্তের দাবি সম্বলিত এক স্মারকলিপিও দেওয়া হয়
রাষ্ট্রপতিজিকে৷ পরে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, রাষ্ট্রপতিকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ একজন বিধায়কও এই রাজ্যে নিরাপদ নন৷ বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ বাংলায় হত্যা এবং নিরবিচ্ছিন্ন অরাজকতার শাসন চলছে৷ তিনি বলেন, গত তিন বছরে ১০৫ জন বিজেপি কর্মী ও নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরা শাসক দলের হাতেই নিহত হয়েছেন৷
এ রাজ্যের আইনশৃঙ্খলার দ্রুত অবনতির প্রতি রাষ্ট্রপতির মনোযোগ আকর্ষণ করে এই প্রতিনিধিদল বিধায়ক হত্যার CBI তদন্ত দাবি করেছে৷ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অসহনীয় সন্ত্রাসি পরিস্থিতি তৈরি হয়েছে৷
নাগরিক নিরাপত্তা বলে কিছুই নেই৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি কর্মীদের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ এ ধরনের বক্তব্যে মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন,
আইনের শাসনের প্রতি অবহেলা করেছেন। এই হিংস্র অভিব্যক্তির সরাসরি প্রতিক্রিয়ায় রাজ্যকে গ্রাস করেছে
সন্ত্রাসের রাজনীতি৷ বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সেই চরম অরাজকতার সর্বশেষ শিকার ৷

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...