রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলো রাজ্য ৷ কলকাতা-সহ রাজ্যের ৬ শহরে লকডাউন বাড়ল ১৯ জুলাই পর্যন্ত ৷

লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, রায়গঞ্জ এবং শিলিগুড়ির কন্টেনমেন্ট জোনগুলিতেও ৷ মঙ্গলবার সংশ্লিষ্ট জেলাশাসকদের চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কলকাতা এবং উত্তরবঙ্গের ৫টি করোনা হটস্পটের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে৷ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার, ৯ জুলাই বিকেল ৫টা থেকে এলাকাভিত্তিক কন্টেনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরু হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ, লকডাউন এলাকায় সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, শিল্প-কারখানা, বাজার-দোকান সমস্ত কিছুই বন্ধ থাকবে। অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে শুধু ছাড় দেওয়া হচ্ছে।
