“পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সবসময় সম্মান দেওয়া হয়”- হেমতাবাদের ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো চিঠিতে কড়া ভাষায় লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, রাজ্যসভায় সংসদীয় নেতা ডেরেক ও ব্রায়নের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা সম্পর্কে সম্পূর্ণ রিপোর্ট তাঁরা দেন রাষ্ট্রপতিকে। ২৫ মিনিটের কথোপকথনে এই মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য এবং তদন্ত প্রক্রিয়া সম্পর্কেও রামনাথ কোবিন্দকে জানান ডেরেক ও’ব্রায়েন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর লেখা চিঠিও তিনি রাষ্ট্রপতিকে দিয়েছেন।

সেখানেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এই ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি জানিয়েছেন, “আমি ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডিকে যথাযথ তদন্তের জন্য দিয়েছি। একজন বিধানসভার সদস্যের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তাঁর আত্মার শান্তি কামনা করি। এবং চাই সত্যের উদঘাটন হোক”। এই চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বাংলায় যথাযথ সম্মান দেওয়া হয়।
হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। শুধু তাই নয়, এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এমনকী রাষ্ট্রপতির কাছেও দরবার করেছে তারা। সেই ঘটনা নিয়েই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় জানিয়েছেন, একজন বিধায়কের মৃত্যু যথাযথ তদন্ত রাজ্য সরকার করছে।
