বনমালীচট্টা হাইস্কুলের ভূগোলের কৃতী শিক্ষক দেবাশীষ মহাপাত্র ও ভবানীচক হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা স্বপ্না মহাপাত্র দম্পতির মেয়ে দেবস্মিতা মহাপাত্র ২০২০ মাধ্যমিক পরীক্ষায় ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। ভবানীচক হাইস্কুলের ছাত্রী দেবস্মিতা মহাপাত্রকে সম্বর্ধিত করলেন বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। দীর্ঘদিনের সহকর্মী দেবাশীষ মহাপাত্রর কৃতী কন্যা দেবস্মিতাকে সম্বর্ধিত করতে পেরে যারপরনাই খুশি সকলেই ।
