Monday, November 17, 2025

কান্নার শব্দে সবাই ভয়ে তটস্থ, কবর খুঁড়তেই মিলল জীবন্ত কন্যা সন্তান!

Date:

চারপাশে কেউ নেই৷ শুনশান এলাকা৷ তার মধ্যেই সকাল থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ৷ ভুতুড়ে কাণ্ড মনে করে এদিক-ওদিক তাকিয়ে কবরের সামনে যাওয়ার সাহস পাচ্ছিলেন না কেউই। এক-দুজন কাছে যেতেই মনে হল কেউ যেন বাঁচার জন্য কেঁদেই চলেছে ৷ শেষ পর্যন্ত সাহস করে কবর খোঁড়া হল৷আর কবর খুঁড়তেই সকলের চোখ ছানাবড়া৷সেইসঙ্গে বুক ধরফড়৷ কবর থেকে বেরিয়ে এল জীবন্ত শিশুর দেহ৷ ভাবছেন ভুতুড়ে গল্প ? বা কোনও সিনেমার প্লট৷ টানটান রহস্য রোমাঞ্চ গল্প থেকে এই বাস্তব ঘটনা যে কোনও অংশে কম নয়। করোনাভাইরাসের আক্রমণে দেশ জুড়ে যখন সব হারানোর কান্না, তখনই উঠে একটি অমানবিক কাহিনী।
কন্যা সন্তান হওয়ায় সম্ভবত সেই কারণেই তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেয় তার বাবা-মা। এই নিন্দনীয়, অমানবিক, চূড়ান্ত লজ্জাজনক ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ।
ওই জেলার নান্দেদ এলাকার একটি বাড়ির পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। তারপরেই শিশুটিকে মাটি খুঁড়ে উদ্ধার করেন তাঁরা। সেই ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ঔরঙ্গাবাদের সাংসদ জলিল আহমেদ। বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়ে। এভাবে শিশুটিকে জ্যান্ত মাটিতে কবর দেওয়ার মতো ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ঔরঙ্গাবাদের সাংসদ জলিল আহমেদ জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এলাকার বাসিন্দাদের তৎপরতায়। তাঁকে উদ্ধার করার পর স্থানীয় পুলিশকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়।
জলিল আহমেদ বলেন, “শিশুকন্যাদের সুরক্ষিত করার কথা আমরা শুধুমাত্র মুখে বলি। যারা এই কাজ করেছেন তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তবেই মানুষের কাছে বার্তা পৌঁছবে।” আপাতত কন্যা সন্তানটির অবস্থা স্থিতিশীল ।

Related articles

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...
Exit mobile version