বিস্ফোরক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে হুমকি দিচ্ছেন রাজ্যেরই সাংসদ অর্জুন সিংকে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হুমকি দিয়ে বললেন, অর্জুন সিং নিজেই নিজের মৃত্যু ডেকে আনছেন। কিন্তু প্রশ্ন হলো কেন এই হুমকি?
ভাটপাড়ার তৃণমূল কর্মী ধর্মেন্দ্র সিংয়ের উপর এদিন হামলা হয়। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ এই হামলার পিছনে রয়েছে অর্জুন সিং। শুধু যে তিনি ভাটপাড়া থানায় অর্জুনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাই নয়, হুমকি দিয়ে বলেছেন হয় আত্মসমর্পণ করুক অর্জুন, না হলে ওকে গ্রেফতার করা হবে। পাল্টা অর্জুন বলেছেন, আমি মুরগির বাচ্চা নই। ভয় পাই না। কোথায়, কখন যেতে হবে বলে দিক, আমি পৌঁছে যাব। দেখতে চাই কী হয়। এসব ফাঁকা আওয়াজ যেন আমাকে না দেওয়া হয়। সবমিলিয়ে মন্ত্রী-সাংসদের লড়াই জমে উঠেছে।