Wednesday, August 27, 2025

উপাচার্যদের সম্মান করুন, না হলে বাংলা গর্জে উঠবে: রাজ্যপালকে মুখ্যমন্ত্রী

Date:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে ডাকা, তাঁদের না যাওয়া এবং তাই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের একের পর এক অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গে এদের মুখ খোলেন মমতা। তিনি বলেন, উনি উপাচার্যদের বৈঠক ডেকেছিলেন। মুখ্যমন্ত্রী জানান, একই চিঠি রাজ্যপাল রাজ্য শিক্ষা দফতর, উপাচার্য এবং তাঁকে পাঠান। সেই বিষয়ের আইন মেনে উত্তর শিক্ষা দফতর দিয়ে দিয়েছে। উপাচার্যরাও সেই চিঠির জবাব দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি আইন 2017 সালে বিধানসভায় পেশ হয়। এবং এই বিষয়ে 2019-এ একটি আইন পাশ হয়। সেই আইন উল্লেখ করেই উপাচার্য রা রাজ্যপালের চিঠির উত্তর দিয়েছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কারোর পাঠানো মেসেজ চিঠি জনসমক্ষে প্রকাশ করাটা সৌজন্যতা নয় সেই কারণে তিনি সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশ করছেন না কিন্তু রাজ্যপাল যত টুইট বা মেসেজ মুখ্যমন্ত্রীকে করেছেন, তার মধ্যে একথাও ছিল যে উপাচার্যরা ভার্চুয়াল বৈঠকে না গেলে ভয়ঙ্কর হবে। উপাচার্যরা ট্রেড ইউনিয়ন করছেন বলেও কটাক্ষ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালকে অনুরোধ করব উপাচার্যদের সম্মান করুন।
উপাচার্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও ব্যবস্থা নেওয়া হলে বাংলা গর্জে উঠবে”। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে শোকজ করে রাজ্যপাল উত্তরবঙ্গের মানুষকে অসম্মান করেছেন, আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে মমতা বলেন, “আমি কখনও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে হস্তক্ষেপ করি না। ক’দিন কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমি?”
তিনি জানান, উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে বুধবার রাজ্যপালের সঙ্গে তাঁর কথা হয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যপাল হিসেবে ওনার দায়িত্ব উনি পালন করুন। প্রশাসন চালানোটা রাজ্য সরকারের দায়িত্ব, সরকার সেটা করবে। মমতা বলেন, “আমি শুধু বলব, শুভ বুদ্ধির উদয় হোক। অসহ্য ভাষা দংশন চলছে। এই জিনিস বন্ধ হোক। না হলে আমরা গণতান্ত্রিক ভাবে, রাজনীতির উপায় সেই যুদ্ধ লড়ব এবং অবশ্যই শান্তি বজায় রাখব”।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version