জলবায়ু পরিবর্তনের জের, বিলুপ্তির পথে হিমালয়ের ভায়াগ্রা

বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত হলো হিমালয়ান ভায়াগ্রা বা ইয়ারচাগুম্বা। আন্তর্জাতিক বাজারে এই ফাঙ্গাসের দাম প্রতি কেজি ২০ লক্ষ টাকার কাছাকাছি। এই তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।

ওই সংস্থা জানিয়েছে, গত ১৫ বছরে কমে গিয়েছে ৩০ শতাংশ কমেছে ওই বিশেষ প্রজাতির ভায়গ্রা। পাশাপাশি বেশ কিছু জীব বৈচিত্রের ঘাটতি হয়েছে। মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে কমে গিয়েছে বিশেষ প্রজাতির এই ফাঙ্গাস। উত্তরাখণ্ডের ‘কীরা জরি’নামেও ডাকা হয় ওই ফাঙ্গাসকে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় এই ইয়ারচাগুম্বা সিদ্ধ করে চা বানানো বা স্যুপ বানিয়ে খাওয়ার রীতি আছে। কিন্তু জলবায়ুর কারণে এই ফাঙ্গাস অবলুপ্তির পথে। সরকার যাতে বিশেষভাবে নজর দিতে পারে তাই এই ফাঙ্গাসকে লাল তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তরাখণ্ডের বহু মানুষের জীবন-জীবিকা এই ফাঙ্গাসের সঙ্গে যুক্ত। স্থানীয় বাজারে প্রায় কেজি প্রতি ১০ লক্ষ টাকাতে বিক্রি হয় এই ফাঙ্গাস।

Previous articleকোভিড নিয়ম না মানায় পেস বোলার আর্চারকে দল থেকে ছেঁটে ফেলল ইংল্যান্ড
Next articleকাঁথিতে লজে আগুন, আপাতত নিয়ন্ত্রণে