রাজস্থান রাজনীতিতে নয়া মোড়। সরকার ফেলতে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিধায়ক কেনাবেচার অডিও টেপ প্রকাশ করল কংগ্রেস। বিদ্রোহী বিধায়কদের বাগে আনতে কথোপকথনের অডিও টেপ প্রকাশ করেন অশোক গেহলট ও রনদীপ সুরজেওয়ালা।রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া অবশ্য এই অডিও টেপ ভুয়ো বলে জানিয়েছেন। রণদীপের দাবি, এসওজি খতিয়ে দেখুক অডিও টেপ ভুয়ো না আসল। অডিও টেপে রয়েছে বিজেপি নেতা গজেন্দ্র শেখাওয়াতের গলা। রয়েছে আর এক বিজেপি নেতা সঞ্জয় জৈন। সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে সঞ্জয় জৈনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের নেতা গজেন্দ্র শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাইলট ঘনিষ্ঠ দুই বিধায়ক যাদের নিয়ে কথা হয়, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। অশোক গেহলট পরিষ্কার ভাষায় জানিয়েছেন রাজস্থানের সরকার তৈরি করার পর থেকেই রাজেশ পাইলট এই সরকার ফেলার চেষ্টা করছিলেন। এই অডিওটি প্রমাণ করে দিচ্ছে আমার কথা ভুল নয়। কংগ্রেস ইতিমধ্যে আদালতে গিয়েছে। তাদের দাবি, শচীন পাইলট এবং ১৮জন এমএলএর সদস্যপদ খারিজ করতে হবে। আজি তার শুনানি।
