Wednesday, December 3, 2025

নির্বাচন কমিশন থেকে লাভাসার বিদায় ঘিরে প্রশ্ন, পদে এবার বিতর্কিত সুশীল

Date:

মেয়াদ শেষের দু’‌বছরের বেশি আগেই বিদায় নিচ্ছেন অশোক লাভাসা। নির্বাচন কমিশন ছেড়ে যোগ দিতে চলেছেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কে। আগামী বছরই মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে সঙ্ঘাত কি মূল কারণ? এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

লাভাসার বদলে এবার ওই আসনে বসবেন সুশীল চন্দ্র। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনার হিসেবে প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন তিনি। ২০১৯–এর লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে সেনার নামে ভোট চাওয়া, সাম্প্রদায়িক ভাষণ সহ নানা অভিযোগ উঠেছিল। সেই সময় ক্লিনচিট দিতে অস্বীকার করেন না লাভাসা। কমিশনের সিদ্ধান্তের সঙ্গে অন্তত ১১টি ক্ষেত্রে একমত ছিলেন না তিনি।

এরপর নির্বাচন-পরবর্তী সময়ে অশোক লাভাসার স্ত্রী, ছেলে ও বোনের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ আনে আয়কর দফতর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন লাভাসার পরিবারের সদস্যরা

২০১৯–এর লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌‌ইডি)‌‌, আয়কর দপ্তর তদন্তে নামে। লাভাসার ছেলের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। তাঁর স্ত্রী নভেল এস লাভাসার বিরুদ্ধে ২০১৯–এর সেপ্টেম্বর মাসে আয়কর দপ্তর নোটিস ইস্যু করেছিল। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে অশোক লাভাসার পরিবার।

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...
Exit mobile version