Sunday, May 18, 2025

নির্বাচন কমিশন থেকে লাভাসার বিদায় ঘিরে প্রশ্ন, পদে এবার বিতর্কিত সুশীল

Date:

মেয়াদ শেষের দু’‌বছরের বেশি আগেই বিদায় নিচ্ছেন অশোক লাভাসা। নির্বাচন কমিশন ছেড়ে যোগ দিতে চলেছেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কে। আগামী বছরই মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে সঙ্ঘাত কি মূল কারণ? এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

লাভাসার বদলে এবার ওই আসনে বসবেন সুশীল চন্দ্র। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনার হিসেবে প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন তিনি। ২০১৯–এর লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে সেনার নামে ভোট চাওয়া, সাম্প্রদায়িক ভাষণ সহ নানা অভিযোগ উঠেছিল। সেই সময় ক্লিনচিট দিতে অস্বীকার করেন না লাভাসা। কমিশনের সিদ্ধান্তের সঙ্গে অন্তত ১১টি ক্ষেত্রে একমত ছিলেন না তিনি।

এরপর নির্বাচন-পরবর্তী সময়ে অশোক লাভাসার স্ত্রী, ছেলে ও বোনের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ আনে আয়কর দফতর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন লাভাসার পরিবারের সদস্যরা

২০১৯–এর লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌‌ইডি)‌‌, আয়কর দপ্তর তদন্তে নামে। লাভাসার ছেলের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। তাঁর স্ত্রী নভেল এস লাভাসার বিরুদ্ধে ২০১৯–এর সেপ্টেম্বর মাসে আয়কর দপ্তর নোটিস ইস্যু করেছিল। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে অশোক লাভাসার পরিবার।

Related articles

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...
Exit mobile version